পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এনামুল মোল্লা (২৮) নামে এক যুবক মাঝরাতে সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা সংলগ্ন ৯০ পার্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং হাড়োয়া থানার ভারপ্রাপ্ত PC আধিকারিক গৌতম নস্করের নজরে বিষয়টি আসে। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল কাহিনী!
আরও পড়ুনঃ ‘পুলিশ’ লেখা গাড়িতে অস্ত্র, টাকা! ভিতরে ‘ওঁরা’ কারা? নাকা চেকিংয়ে যা বেরিয়ে এল, জানলে আঁতকে উঠবেন
advertisement
জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়। তৎক্ষণাৎ ওই যুবককে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবককে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য বসিরহাট আদালতে আবেদন জানানো হবে। নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন তাঁরা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবেন হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা।