TRENDING:

জামবনির চিল্কিগড়ে বোমাতঙ্ক, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Last Updated:

জামবনির চিল্কিগড়ে বোমাতঙ্ক ৷ পোড়ডিহায় পরিত্যক্ত বস্তা ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: জামবনির চিল্কিগড়ে বোমাতঙ্ক ৷ পোড়ডিহায় পরিত্যক্ত বস্তা ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে CRPF 184 ব্যাটেলিয়ন ৷
advertisement

বুধবার সকালে রুটিন তল্লাশি চালাচ্ছিল CRPF ৷ সেই সময় দুটি বস্তা পরে থাকতে দেখে সন্দেহ তাদের ৷ বস্তার মুখ বাঁধা ছিল বলে জানা গিয়েছে ৷ এরপর বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ বোম্ব স্কোয়াড এসে বস্তার মুখ খুলে ৷ উদ্ধার করা হয় একটি মাস্কেট, একটি ওয়ান সাটার ও আট রাউন্ড গুলি ৷ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে স্থানীয় থানায় তা জমা দেওয়া হয় ৷ পুলিশের অনুমান এই অস্ত্রগুলি মাওবাদীদের ৷ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসীরা ৷

advertisement

এর আগে সুন্দরবনের জঙ্গল থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশী সহ দুই জলদস্যু। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দোনালা বন্দুক ও ২৮ রাউন্ড গুলি। ধৃতদের মধ্যে তারিকুল মোড়ল নামে এক যুবকের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। অন্যজন রুহুল কুদ্দুস লস্করের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকার মেরী গঞ্জে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ মোট ছ’টি বন্দুক ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা তিন। এর আগে ডাকাতির ঘটনায় ধৃত সুশান্ত মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সুন্দরবন কোষ্টাল থানার পুঁইজালি গ্রামের সর্দার পাড়া এলাকা থেকে উদ্ধার হয় ৪ টি দু’নালা ও ১ টি একনালা বন্দুক ও ৪৯ রাউন্ড গুলি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামবনির চিল্কিগড়ে বোমাতঙ্ক, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল