সূত্রের খবর, এই এলাকাগুলিতে বোমাবাজি, শুটআউট, খুন, ডাকাতির মতো ঘটনা ঘটেই চলেছে। আর তা নিয়ে দ্বিমত তৈরি হচ্ছে শাসকদলের নেতাদের মধ্যে। ফলে অস্বস্তিতে পড়ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতিতে ব্যারাকপুর সাব ডিভিশনে তৃণমূল কংগ্রেসের এই হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠক।
advertisement
সম্প্রতি ব্যারাকপুরের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন অর্জুন সিং থেকে শুরু করে সৌগত রায়ের মতো নেতা। এতে তীব্র অস্বস্তিতে পড়ে শাসকদল৷ তবে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই দুই সাংসদ নিজেদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা দলের অবস্থান নয়৷
আরও পড়ুন: দিনভর চালান AC, তা-ও আসবে না বিদ্যুৎ বিল! এমনও হয় নাকি, সত্যি.. কীভাবে?
অন্যদিকে, আবার মদন মিত্র বনাম সৌগত রায় বিরোধও প্রকাশ্যে আসে। তাই দলীয় নেতাদের তাল ছন্দে ফেরাতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে সূত্রের খবর।