TRENDING:

Arijit Singh: পেয়েছেন অরিজিৎ সিংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ, তবুও অভিমান কাটছে না বীরভূমের কমলাকান্তর, কিন্তু কেন?

Last Updated:

বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং করছিলেন অরিজিৎ সিং। ঠিক সেই সময় কোপাইয়ের দিকে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা। অভিযোগ, সেই সময়ে তাঁর পথ আটকান আকাশ নামে অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: বিশ্বমানের শিল্পী, জগৎজোড়া খ্যাতি। তবু থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তিনি অরিজিৎ সিংহ। সাফল্য ও অর্থ নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ। শিকড়ের টানে মুম্বই ছেড়ে জন্মভিটে জিয়াগঞ্জে ছুটে আসেন অরিজিৎ। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার।
অরিজিৎ সিং 
অরিজিৎ সিং 
advertisement

তবে বেশ কয়েকদিন আগে অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বীরভূমের অন্য এক স্থানীয় শিল্পী। বিতর্কের সূত্রপাত গত ১৩ অগাস্ট। ওই দিন বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং করছিলেন অরিজিৎ সিং। ঠিক সেই সময় কোপাইয়ের দিকে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা। অভিযোগ, সেই সময়ে তাঁর পথ আটকান আকাশ নামে অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষী।

advertisement

তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কমলাকান্তের অভিযোগ, সেই সময় পার হওয়ার পরেও তাঁকে যেতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হয়। এর পরেই নিরাপত্তারক্ষীর নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কমলাকান্ত। পরে অবশ্য অরিজিতের  নিরাপত্তারক্ষী আকাশ সোনার কমলাকান্তর কাছে ক্ষমা চেয়ে নেন। দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায় পুরো ঘটনার।

advertisement

১৩ অগাস্ট শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করার সময় কমলাকান্ত লাহা বলেন, অরিজিৎ সিং-এর নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা হওয়ার সময় তার হাতের সোনার আংটি হারিয়ে গিয়েছে। এ’বার সেই আংটি হারানোর জন্য ক্ষতিপূরণও পেয়েছেন তিনি। তবে, তার পরেও অভিমান তাঁর।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঠিক কী কারণে অভিমান? কমলাকান্ত লাহা বলেন ” অরিজিৎ সিং যদি আমার সঙ্গে একবার কথা বলতেন তাহলেই আমার সব অভিমান ভেঙ্গে যেত। টাকাই সব কিছু নয়। এর আগেও আমাকে নগদ টাকা নিতে ডাকা হয়েছিল, তখন আমি নিজের ইচ্ছায় যাইনি। তবে তাঁরা আমার ইউপিআই নম্বর নিয়েছিলেন। তাতেই আমাকে ৩০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে কে এই টাকা পাঠিয়েছেন, তা আমার জানা নেই।” এই টাকা পাওয়ার পরেই এবং তার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে তিনি নতুন সোনার আংটি কিনেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh: পেয়েছেন অরিজিৎ সিংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ, তবুও অভিমান কাটছে না বীরভূমের কমলাকান্তর, কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল