TRENDING:

Hooghly news: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ ! ব্যাপক ক্ষতি তিল চাষে

Last Updated:

চাষিরা জমিতে তিল কেটে রেখেছিলেন ঘরে তুলে নিয়ে ‌যাওয়ার জন। শীলাবতীর জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে সেই সব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: লাগাতার বৃষ্টির জেরে খালের জল উপচে জলমগ্ন গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার বহু গ্রামের চাষের জমি। পশ্চিমপাড়ার তারাজুলি খালের উপর বাঁশের সাঁকো ভেঙে হুগলির গোঘাটের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁকুড়ায় ব্যাপক বৃষ্টির জেরে গোঘাটের তারাজুলি ও রঙ্গবতী খালের জল উপচে বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে।
advertisement

এই দুই খাল পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীতে মেশে। শীলাবতীর জল বাড়ায় এই দুই খালের জল ফুঁসে উঠেছে। এর ফলে যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি তিলচাষ ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা জমিতে তিল কেটে রেখেছিলেন ঘরে তুলে নিয়ে ‌যাওয়ার জন। সেইসব তিল জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: ডিভিসি জল ছাড়তেই স্রোতে ভেসে গেল কী? মাথায় হাত এলাকাবাসীর

advertisement

এদিকে আরামবাগের উপর দিয়ে যাওয়া দ্বারকেশ্বর নদের জলস্তর বাড়ায় মাইকিং শুরু করল আরামবাগ পুরসভা। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া দ্বারকেশ্বর নদের উপর বিভিন্ন জায়গায় বাঁশের সেতু আগেভাগে খুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির যেভাবে নদীর জল বেড়েছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিশেষ করে এই সময় আরামবাগ এলাকায় প্রচুর পরিমাণে তিল চাষ হয়। সেই তিল কেটে মাঠে রাখা ছিল কিন্তু জলের স্রোতে সব তিল ভাসিয়ে নিয়ে চলে গেছে। বেশ কিছু কৃষক তাদের মাঠ থেকে তিল কাটার সময়তেই এমন প্রবল বর্ষা এবং বন্যা এসেছে। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে তিল চাষিরা।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ ! ব্যাপক ক্ষতি তিল চাষে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল