আরও পড়ুনঃ হরিহরপাড়ায় বিধ্বংসী আগুন, অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা
পুজোর আগেই আরজি করের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে পথে নেমেছেন শহরতলী থেকে মফস্বলের মহিলা পুরুষ সকলে। সেই কথা কে মাথায় রেখে দুর্গাপুজোয় মহিলাদের যাতে কোনরকম নিরাপত্তার অভাব না হয় তার জন্য তৈরি করা হয়েছে অপরাজিতা টাস্ক ফোর্স। পুজোর সময় চালু করা হবে বিভিন্ন কন্ট্রোল রুম। যেখান থেকে আপৎকালীন যে কোন পরিস্থিতিতে তৎক্ষণাৎ যাতে কুইক রিএকশন টিম কাজ করতে পারে সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রচন্ড ভিড়ের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা ভিড়ের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রস্তুত করা হয়েছে পিংক মোবাইল পুলিশ ফোর্স। যারা ছোট দলে ঘটনাস্থলে প্রস্তুত হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। পূজা বিষয়কে মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন পুলিশ কমিশনারেট।
advertisement
এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, পুজোর সময় মহিলাদের সুরক্ষার্থে অপরাজিতা টাস্ক ফোর্স কাজ করবে। শ্রীরামপুর ও চুঁচুড়ায় দুর্গা পুজোয় ভীর হয় খুব। সেখানে পিঙ্ক মোবাইল পুলিশ ফোর্স থাকবে শুধু মাত্র নারী নিরাপত্তায়। চুরি ছিনতাই ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।
রাহী হালদার





