আর এই নিয়ে সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বক্তব্য দিতে জানান, অনুব্রত মণ্ডল সশরীরে ফিরে না এলেও ছবি দিয়েই নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন তিনি অর্থাৎ অনুব্রত মণ্ডলের ছবি সামনে রেখেই লোকসভা নির্বাচন করতে চাইছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: ‘ওঁর পরিবার যদি ভোটে দাঁড়ায়…’, অধীর-গড়ে কার কথা তুললেন মমতা? তুমুল শোরগোল
জেলযাত্রার প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন বীরভূম তথা বাংলার রাজনীতিতে ক্রমে আবছা হয়ে যাবেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছেন কেষ্ট। তিহাড় জেলে থাকলেও কালীঘাটের বৈঠকে তাঁর নাম বলতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিমানে জলের বোতলে অ্যাসিড? মায়াঙ্ক আগরওয়ালকে খুনের চেষ্টা! অভিযোগ দায়ের
বীরভূমের সংগঠন নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা। উপস্থিত ছিলেন দলের সাংসদ সহ জেলার অন্যান্য নেতারাও। জেলার সংগঠনে বড় রদবদল করেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, জেলে থাকলেও অনুব্রত আছেন তাঁর জায়গাতেই। এরপরই তাঁকে নিয়ে মহাযজ্ঞের আয়োজন করল জেলা তৃণমূল।