TRENDING:

Anubrata Mondal News: দু'বছর 'জেলের ভাত', বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডলের পাতে পড়ল 'সেই' প্রিয় খাবার! কী খাবার জানেন?

Last Updated:

Anubrata Mondal News: মঙ্গলবারও অনুব্রত মণ্ডলের বাড়িতে একটি রেস্তোরাঁ থেকে খাবার এসেছিল দুপুরের। তাতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: তিহার থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার বীরভূমের বোলপুরে নিচুপট্টির বাড়ি এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ তিনি বাড়ি এসে পৌঁছান। দীর্ঘ প্রায় ২৫ মাস পর বীরভূমের মাটিতে পা রেখেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে। তারপর সেখান থেকে সোজা দিল্লির তিহার জেল। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তার কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে তিহারে রাখা হয়েছিল। অবশেষে দুজনেই জামিনে মুক্তি পেয়েছেন। আর তারপরই বাড়ি ফিরে নিজের পছন্দসই খাবারে মন দিয়েছেন অনুব্রত মণ্ডল।
পছন্দের খাবারে ফিরেছেন অনুব্রত মণ্ডল
পছন্দের খাবারে ফিরেছেন অনুব্রত মণ্ডল
advertisement

মঙ্গলবারও অনুব্রত মণ্ডলের বাড়িতে একটি রেস্তোরাঁ থেকে খাবার এসেছিল দুপুরের। তাতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাছ। সূত্র মারফৎ জানা যায়, বিশেষ করে কাতলা মাছের পেটি খেতে ভালবাসেন অনুব্রত। আজও সেই কাতলা মাছের পেটি নিয়ে আসা হয়েছে। মঙ্গলবারও একই জায়গা থেকে খাবার এসেছিল। সেখানে ছিল আলু পোস্ত, ডাল, ভাত এবং পোস্তর বড়া।

advertisement

আরও পড়ুন: আর হল না শেষরক্ষা, বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম! কী ঘটল এমন?

গত শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়। তবে জামিনের ক্ষেত্রেও বেশ কিছু শর্তসাপেক্ষ জারি করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

দীর্ঘ দু বছর পর একদম অন্য মেজাজে বীরভূম ফিরেছেন অনুব্রত। দলের কর্মী-সমর্থকরা পুষ্প বিতরণ করে সবুজ আবির খেলে আনন্দ ভাগ করে নেন। দীর্ঘ প্রায় দুই বছর জেলের ভাত খেয়েছেন অনুব্রত। তবে বাড়ি ফেরার পর থেকেই নিজের পছন্দসই খাবারে মন দিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: দু'বছর 'জেলের ভাত', বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডলের পাতে পড়ল 'সেই' প্রিয় খাবার! কী খাবার জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল