মঙ্গলবারও অনুব্রত মণ্ডলের বাড়িতে একটি রেস্তোরাঁ থেকে খাবার এসেছিল দুপুরের। তাতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাছ। সূত্র মারফৎ জানা যায়, বিশেষ করে কাতলা মাছের পেটি খেতে ভালবাসেন অনুব্রত। আজও সেই কাতলা মাছের পেটি নিয়ে আসা হয়েছে। মঙ্গলবারও একই জায়গা থেকে খাবার এসেছিল। সেখানে ছিল আলু পোস্ত, ডাল, ভাত এবং পোস্তর বড়া।
advertisement
আরও পড়ুন: আর হল না শেষরক্ষা, বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম! কী ঘটল এমন?
গত শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়। তবে জামিনের ক্ষেত্রেও বেশ কিছু শর্তসাপেক্ষ জারি করা হয়েছে।
দীর্ঘ দু বছর পর একদম অন্য মেজাজে বীরভূম ফিরেছেন অনুব্রত। দলের কর্মী-সমর্থকরা পুষ্প বিতরণ করে সবুজ আবির খেলে আনন্দ ভাগ করে নেন। দীর্ঘ প্রায় দুই বছর জেলের ভাত খেয়েছেন অনুব্রত। তবে বাড়ি ফেরার পর থেকেই নিজের পছন্দসই খাবারে মন দিয়েছেন তিনি।