প্রসঙ্গত, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পুজো হওয়া কালী মূর্তির ৫৭০ ভরি গয়না ছিল বলে জানা যায়। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করার পরই ২০২২ সালের কালীপুজোয় দেখা গিয়েছিল নামমাত্র গয়না পরানো হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালী প্রতিমাকে। অনেকেই বলেছিলেন, অনুব্রতর বাড়ির শ্যামাপুজোর জৌলুস কমে গিয়েছে অনেকটাই। কালীর প্রতিমাকে সোনার বদলে ইমিটেশনের গয়না পরানো হয়েছিল বলে খবর।
advertisement
আরও পড়ুন: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়! কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, সিদ্ধান্ত প্রায় পাকা
অনুব্রত মণ্ডল নিজে হাতে কালী মূর্তির সামনে বসে গয়না পরাতেন। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই গয়নার পরিমাণ কমে দাঁড়িয়েছিল। এই গয়না নিয়ে যদিও তৃণমূলের পক্ষ থেকে কখনই কিছু বলা হয়নি।
আরও পড়ুন: চমক ছিল বক্তৃতার পর, মঞ্চের পিছনে মোদির কাছে ওঁরা পাঁচ! কারা? কী এমন ঘটল?
প্রতিবছর ধুমধাম করে কালীপুজো করে থাকেন অনুব্রত মণ্ডল। তার এই কালীপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হল প্রতিমার গয়না। প্রতিবছর গুণিতক আকারে এই গয়নার পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায়। ২০২০ সালের কালীপুজোর সময় অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার গায়ে যে সোনার অলংকার ছিল তার পরিমাণ ছিল ৩৬০-৩৭০ ভরি। পরের বছর অর্থাৎ ২০২১ সালে সেই অলংকারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৬০-৫৭০ ভরি। এই অলংকারের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে পড়ে অনুব্রত মণ্ডলের আরাধ্যদেবী কালীর জন্য বানানো গয়নাও।