TRENDING:

Anubrata Mondal: না থেকেও আসানসোলের ভোটে রয়েছেন অনুব্রত! দুটি জিনিসেই স্মরণ করাচ্ছে তৃণমূল

Last Updated:

Anubrata Mondal: স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ''তাঁদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর দাওয়াই নকুলদানা ও বাতাসা আমরা ভোটারদের দিচ্ছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: আসানসোল উপনির্বাচনের দিন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল উপস্থিত না থাকলেও তাঁর দেওয়া 'দাওয়াই' নকুলদানা ও বাতাসা-জল দেওয়া হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া অবিনাশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে।
অনুব্রত-এফেক্ট!
অনুব্রত-এফেক্ট!
advertisement

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ''তাঁদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর দাওয়াই নকুলদানা ও বাতাসা আমরা ভোটারদের দিচ্ছি। কারণ আসানসোল শিল্পাঞ্চল এলাকায় গ্রীষ্মের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই সুন্দর ভোট হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ থাকতে নকুলদানা ও বাতাস দেওয়া হচ্ছে।'' তীব্র গরমে বাতাসা পেয়ে খুশি ভোটাররাও।

অন্যদিকে, এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তিনি আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে আসেন চেলিডাঙ্গার কারনানি স্কুলের ৭৬ নং বুথে। গেটেই তার সঙ্গে বাকবিতণ্ডা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

advertisement

আরও পড়ুন: পয়লা বৈশাখে ঝেঁপে বৃষ্টি বঙ্গে? জানিয়ে দিল হাওয়া অফিস, সতর্ক থাকুন

পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। পর্যবেক্ষকরাও তাই। তৃণমূল কংগ্রেসের কোনও অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।'' তিনি আরও বলেন, ''সকাল থেকে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনী ও গুন্ডা নিয়ে ১০-১২ টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।''

advertisement

আরও পড়ুন: আসানসোলে অগ্নিমিত্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কড়া নির্দেশ দিল কমিশন

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

অপরদিকে, পান্ডবেশ্বরের 275 87A বালুডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র ভোটগ্রহণ কেন্দ্রে বিরোধী সিপিআইএম ও বিজেপির পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। একই অভিযোগ নিউটাউনশিপ থানার কালীগঞ্জের একটি ভোট গ্রহণ কেন্দ্রে বিরোধী সিপিআইএমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। খবর পেয়ে অন্ডাল থানার বালুডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে ছুটে আসেন কুইক রেসপন্স টিম, খবর নেন কোথাও সমস্যা রয়েছে কিনা। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন বালুডাঙা শিশু শিক্ষা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুশান্ত মুখোপাধ্যায়। বুথে উত্তেজনা থাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: না থেকেও আসানসোলের ভোটে রয়েছেন অনুব্রত! দুটি জিনিসেই স্মরণ করাচ্ছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল