TRENDING:

Anubrata Mondal: 'ভাল লাগছে', এক সিদ্ধান্তেই পাল্টে গেল অনুব্রত মণ্ডলের মুড! কী এমন ঘটল?

Last Updated:

Anubrata Mondal: জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুলিশ হেফাজতের আবেদন খারিজ করল দুবরাজপুর আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবরাজপুর: সাত দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ করে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয় দুবরাজপুর আদালতে। শিবঠাকুর মণ্ডলের দায়ের করা মামলার সাত দিনের পুলিশ হেফাজতের পরে সপ্তম তম দিন ছিল মঙ্গলবার, সকালে অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষা করার পরে থানায় হাজির করিয়ে দুবরাজপুর আদালতে পেশ করে দুবরাজপুর থানা। মঙ্গলবার দুপুরে অনুব্রত মণ্ডলকে এজলাসে হাজির করে দুবরাজপুর থানা। শিবঠাকুর মণ্ডলের দায়ের করা মামলায় কেস ডাইরি মঙ্গলবার দুবরাজপুর আদালতে পেশ করা হয় দুবরাজপুর থানার তরফে। সহকারী সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে আদালত কক্ষে জানান, সাত দিনের পুলিশ হেফাজতের মধ্যে একাধিক ব্যাক্তির বয়ান রেকর্ড হয়েছে, বেশিরভাগ লোকই বলেছেন এই ঘটনার কথা।
জামিন পেলেন অনুব্রত
জামিন পেলেন অনুব্রত
advertisement

বেশ কিছু তথ্য আরও প্রয়োজন কারণ, অনুব্রত মণ্ডলকে সাতদিন হেফাজতে পাওয়া গেলেও প্রথম দিন ছয় দিন কোনও উত্তর দেননি বলে জানানো হয় এজলাসে। আরও বলা হয় প্রথম ছয় দিন অনুব্রত মণ্ডল মুখ না খুললেও মঙ্গলবার জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। আদালত কক্ষে দুবরাজপুর থানার তরফে তদন্তকারী অফিসার বলেন, অভিযোগপত্রে লেখা আছে নিরাপত্তারক্ষীর সামনে মারধর হয়েছে, সেই নিরাপত্তারক্ষী কে বা কারা? যারা থাকতেন তারাই না ব্যাক্তিগত নিরপত্তারক্ষী তা জানার জন্য পুলিশ  হেফাজতে প্রয়োজন আছে।

advertisement

আরও পড়ুন: জিটিএ-র পরে এবার বিনয় তামাঙদের দখলে দার্জিলিং পুরবোর্ডও! সুপ্রিম কোর্টে যাচ্ছে হামরো পার্টি

সরকারি আইনজীবী বলেন, আরও দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিন। অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী বলেন, ''সব দিক বিচার করে জামিনের আবেদন করছি।'' এই বক্তব্য শুনে বীরভূমের সরকারি আইনজীবী বলেন, ভারতীয় দন্ডবিধির ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টার মত ধারা তাই জামিনের বিরোধিতা করছি। দুবরাজপুর আদালত দু'পক্ষের সওয়াল জবাব শুনে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করে।

advertisement

আরও পড়ুন: দুর্নীতির ভুরিভুরি অভিযোগ, নতুন বছরে বদলাচ্ছে নিয়ম, ১০০ দিনের কাজে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হতেই দুবরাজপুর আদালত থেকে  আসানসোল জেলে নিয়ে আসা হয়। জামিনের পরে সেই প্রসঙ্গে কিছু কথা জানতে চাইলে অনুব্রত মণ্ডল বলেন, ''ভাল লাগছে।''

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'ভাল লাগছে', এক সিদ্ধান্তেই পাল্টে গেল অনুব্রত মণ্ডলের মুড! কী এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল