আজ বনগাঁয় রাখিবন্ধন উৎসব-এ গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ৷ সেখানে অনুব্রত প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের তিনি কবিতা শুনিয়ে দেন৷ তিনি বলেন যে বীরভূমের মাটিতে রবীন্দ্রনাথ নিজের কাজের সাক্ষী রেখে গিয়েছে, সেই বীরভূমের অনুব্রত চুরির দায়ে গ্রেফতার হয়েছে৷ অর্থাৎ এভাবেই রাজ্যের নাম ডোবাচ্ছে শাসক দল, এমনই ইঙ্গিত রুদ্রনীলের৷ একই সঙ্গে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷ আজ রাখিবন্ধন উৎসব এবং সেই দিনে বাংলার এই খবর খুব গৌরবের নয় বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা৷
advertisement
গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ বৃহস্পতিবার অফিশিয়াল বিবৃতিতে জানিয়ে দেয় সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কেষ্ট, হয়তো খানিক আঁচ করতে পারছিলেন কী হতে চলেছে! ঘনিষ্ঠরা বলছেন, গতরাতে বোলপুরে নিজের ঘরে বসে কাঁদতেও দেখা যায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। গত দশবার সিবিআইয়ের নোটিশ অমান্য করলেও শেষ রক্ষা হল না৷ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল সিবিআই৷ অনুব্রতর ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷