TRENDING:

Anubrata Mondal: 'এতদিন রাজনীতি করছি, এরকম ঘটনা আগে দেখিনি!' বীরভূমে কী এমন ঘটল, হতবাক অনুব্রত

Last Updated:

বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মাঝে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল৷

advertisement
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি ছেঁটানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ এমন কি, এই ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা দফতরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক৷
অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ছেটানোর এই ঘটনায় বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগামিকাল তাঁদের আদালতে পেশ করা হবে৷

এ দিনই সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কালি ছিঁটিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে৷ এই ঘটনার নিন্দা করতে গিয়ে অনুব্রত বলেন, ‘এতদিন রাজনীতি করছি, এমন ঘটনা কখনও দেখিনি৷’

advertisement

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আরও বলেন, ‘জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা মুখ্যমন্ত্রী থাকার সময়ও আমরা বিরোধী দলে ছিলাম, কিন্তু কখনও কারও মুখে কালি লাগাইনি, এই ধরনের আচরণ করিনি।’

আরও পড়ুন: ছাব্বিশে পাখির চোখ নন্দীগ্রাম, দেড় মাসেই আবার দায়িত্ব বদল! শুভেন্দুর খাসতালুকে কোন চাল দিল তৃণমূল?

এর পরেই জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন অনুব্রত৷ তিনি প্রশ্ন তোলেন, ‘বীরভূমে এমন ঘটনা ঘটল, আর গোয়েন্দা বিভাগ (ডিআইবি) কিছুই টের পেল না? এটা কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নয়?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মাঝে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল৷ মাঝে পুলিশ আধিকারিককে ফোনে হুমকি এবং কুকথা কাণ্ডের জেরেও দলের রোষের মুখে পড়েন তিনি৷ কিন্তু সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরই অনুব্রতকে জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়৷ তার পর থেকেই জেলার রাজনীতিতে ফের আগের মতোই সক্রিয় হয়েছেন অনুব্রত মণ্ডল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'এতদিন রাজনীতি করছি, এরকম ঘটনা আগে দেখিনি!' বীরভূমে কী এমন ঘটল, হতবাক অনুব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল