TRENDING:

Anubrata Mondal: অনুব্রত গড়ে কেষ্ট 'ক্যারিশমা'! হাজারেরও বেশি আসনে জয়! তোলপাড় ফেলে দিল বীরভূম তৃণমূল

Last Updated:

Anubrata Mondal and Panchayat Election 2023: বীরভূমে পঞ্চায়েত ভোটে স্পষ্ট প্রভাব অনুব্রত মণ্ডলের। হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : সশরীরে নেই তিনি। তাও বীরভূমে পঞ্চায়েত ভোটে স্পষ্ট প্রভাব অনুব্রত মণ্ডলের। হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। বীরভূমের দাপুটে নেতা আজ প্রায় এক বছর জেলবন্দি। কিন্তু তিনি না থাকলেও তাঁর ম্যাজিক বহাল তবিয়তে বিদ্যমান বীরভূমের লাল মাটিতে। তাই পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতে না বাজতে দেখা গেল এবারও তাঁরই জেলা বিনা লড়াইয়ে জয়ে প্রথম।
পঞ্চায়েত ভোটে অনুব্রত প্রভাব!
পঞ্চায়েত ভোটে অনুব্রত প্রভাব!
advertisement

পঞ্চায়েতে মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর দেখা যায়, অনুব্রতের জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে হাজারেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। তবে গত বার অনুব্রতের এলাকায় থাকাকালীন বীরভূমে তৃণমূলের যে জয়ের ধারা দেখা গিয়েছিল তার কিছুটা আগেই থেমেছে এ বারের আসনসংখ্যা।

গত বার, অর্থাৎ ২০১৮ সালে বীরভূম জেলা পরিষদে আসন ছিল ৪২টি। সব ক’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। ওই বছরই পঞ্চায়েত সমিতিতে প্রায় সব আসনই দখল করে শাসকদল। বিরোধীদের মতে, গত বারের নির্বাচনে বীরভূমে প্রায় ৯৩ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল।

advertisement

আরও পড়ুন: আচমকা ‘শ্যুটআউট’! পুরুলিয়ায় খুন তৃণমূল নেতা! গুলিতে জখম দেহরক্ষীও

প্রসঙ্গত, এবার পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতা-কর্মীদের বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না…!’ পঞ্চায়েতে ‘বাহিনী’ নিয়ে বিরাট ‘দাবি’ শুভেন্দু অধিকারীর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে তার পরেও রাজ্যের বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব ঘিরে অশান্তি দেখা গিয়েছে। কোথাও ঘটেছে মৃত্যুও। কিন্তু হিংসার ছাপ তুলনামূলক ভাবে অনেক কম তৃণমূলের বীরভূম দুর্গে। যদিও সেখানেও মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্যের শাসকদল অবশ্য তা মানতে নারাজ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত গড়ে কেষ্ট 'ক্যারিশমা'! হাজারেরও বেশি আসনে জয়! তোলপাড় ফেলে দিল বীরভূম তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল