সি বি আই এর বিশেষ আদালতের সামনে ততক্ষণে পৌঁছে গেছে সিপিএমের কর্মী সমার্থকরা। সেখানেও চলল অনুব্রত বিরোধী স্লোগান। ততক্ষণে তাকে লিফটে তুলে নিয়েছেন সি বি আই আধিকারিকরা। গন্তব্য চার তলায় বিশেষ আদালত। আদালতে তখন অপেক্ষায় বসে বিচারক। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলেন সি বি আই এর আইনজীবী। প্রস্তুত অনুব্রত মণ্ডলের আইনজীবীও। সওয়াল জবাব শুরু হতেই সি বি আই এর আইনজীবী জানিয়ে দেন বহু কোটি টাকার বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ১৪দিনের হেফাজত চান তারা। তবে জামিনের পক্ষে সওয়াল করেননি অনুব্রতর আইনজীবী।
advertisement
আরও পড়ুন: 'সুটিয়ে লাল' থেকে 'ঠেঙিয়ে পগাড় পার'! অনুব্রতর সেরা কিছু সংলাপ! জানুন
তিনি বলেন, সকাল থেকেই সংবাদ মাধ্যমের তৎপরতা দেখা গিয়েছে। সি বি আই এর তৎপরতা দেখা দিয়েছে।এক চিকিৎসকের বয়ানও সামনে এসেছে। সবদিক বিচার করেই জামিনের আবেদন করা হয়নি। তবে সি বি আই হেফাজত কমানোর আবেদন জানানো হয়েছে। আদালতে অনুব্রত জানান, তিনি অসুস্থ তার অক্সিজেনের সমস্যা রয়েছে। পা ফুলছে। বুকে ব্যথা। ফিসচুলা রয়েছে। সবদিক বিচার করে যেন রায় দেন বিচারক। অনুব্রতর এই আবেদনের ভিত্তিতে সাময়িক রায়দান স্থগিত রাখেন বিচারক। এরপর তিনি দশ দিন সি বি আই হেফাজতের নির্দেশ দেন। আগামী ২০ আগস্ট তাকে ফের সি বি আই আদালতে পেশ কর হবে। রাত সওয়া সাতটা নাগাদ আদালত থেকে অনুব্রতকে বের করে আনা হয়।
শরদিন্দু ঘোষ