শুধু তাই নয়, সূত্রের খবর, জমিগুলির যা ভৌগোলিক অবস্থান তাতে জমির মূল্যও চড়া। ইতিমধ্যেই সরকারি নথি থেকে জানা গিয়েছে, বোলপুর এলাকায় ২৪০ কাঠা জমি রয়েছে অনুব্রত মণ্ডলের। আর এবার মেয়ের নামে থাকা ১২০ কাঠা জমির কথা প্রকাশ্যে এল। সিবিআই সূত্রে খবর, জমির মোট মূল্য় প্রায় ২৫ কোটি ২০ লক্ষ টাকা। বোলপুরের কালিকাপুরে সুকন্যার একাধিক জমি রয়েছে।
advertisement
খাতায়-কলমে একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা কী ভাবে এত বিপুল সম্পত্তির মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে সুকন্যার নামে থাকা চালকলের হদিশও পেয়েছে গোয়েন্দারা। ইতিমধ্যে সুকন্যার সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বোলপুরে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বোলপুরে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে জমির নথির কাগজ-পত্র খুঁটিয়ে দেখেন সিবিআই অফিসাররা।
সিবিআই সূত্রে খবর, তদন্ত যত এগোচ্ছে, ততই অনুব্রত ও তাঁর পরিবারের একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। গরু পাচারের টাকার সঙ্গে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের এই সব সম্পত্তির যোগ আছ কি না, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোটি কোটি টাকা এ ভাবেই বিনিয়োগ করা হয়েছে বলেও মনে করছে সিবিআই। শুধু তাই নয়, সরকারি তথ্য বলছে, বল্লভপুর, মকরমপুর, গয়েশপুর, খোসকদমপুর ও কালিকাপুর মৌজায় এলাকায় একাধিক জমি রয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে।