অ্যান্টি ইভটিজিং ড্রাইভ চালিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের সামনে থেকে ১৮ জন ‘রোডসাইড রোমিও’কে গ্রেফতার করেছে। এর মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছেন। এই বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, আমরা অ্যান্টি ইভটিজিং ড্রাইভ শুরু করেছি। তার ফলস্বরূপ বিষ্ণুপুর থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১৮ জনকে আমরা গ্রেফতার করেছি।
advertisement
আরও পড়ুনঃ লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুঠের ছক! পুলিশ আসতেই যা হল…! খড়িবাড়িতে শোরগোল
মিতুনবাবু জানান, অভিযুক্তদের থানায় নিয়ে আসার পর তাঁদের অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের বোঝানোর পাশাপাশি অভিযুক্তদেরকেও আমরা পুলিশের পক্ষ থেকে কাউন্সেলিং করেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্ভুক্ত একাধিক স্কুলগুলিকে আমরা চিহ্নিত করেছি। যে সকল বিদ্যালয়গুলিতে ‘রোডসাইড রোমিও’দের আনাগোনা বেশি রয়েছে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন স্কুলগুলিকে ইভটিজিং মুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। মহিলারা যাতে নিরাপদে তাঁদের কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন এবং ফিরতে পারে সেদিকেই আমাদের বিশেষ নজর রয়েছে।