TRENDING:

'রোডসাইড রোমিও'দের বাড়বাড়ন্ত শেষ! চালু হল অ্যান্টি ইভটিজিং ড্রাইভ, গ্রেফতার ১৮

Last Updated:

বিষ্ণুপুর থানার অন্তর্গত বেশ কিছু স্কুলকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয় আর তাতেই মিলল সাফল্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, সুমন সাহাঃ বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলের সামনে ‘রোডসাইড রোমিও’দের আনাগোনা লাগাতার বাড়ছিল। স্কুলে যাওয়া এবং ফেরার পথে নানান কটুক্তির শিকার হতে হত ছাত্রীদের। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে অ্যান্টি ইভটিজিং ড্রাইভ চালু করা হল। বিষ্ণুপুর থানার অন্তর্গত বেশ কিছু স্কুলকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয় আর তাতেই মিলল সাফল্য।
ডায়মন্ড হারবারে অ্যান্টি ইভটিজিং ড্রাইভ। প্রতীকী ছবি
ডায়মন্ড হারবারে অ্যান্টি ইভটিজিং ড্রাইভ। প্রতীকী ছবি
advertisement

অ্যান্টি ইভটিজিং ড্রাইভ চালিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের সামনে থেকে ১৮ জন ‘রোডসাইড রোমিও’কে গ্রেফতার করেছে। এর মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছেন। এই বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, আমরা অ্যান্টি ইভটিজিং ড্রাইভ শুরু করেছি। তার ফলস্বরূপ বিষ্ণুপুর থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১৮ জনকে আমরা গ্রেফতার করেছি।

advertisement

আরও পড়ুনঃ লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুঠের ছক! পুলিশ আসতেই যা হল…! খড়িবাড়িতে শোরগোল

মিতুনবাবু জানান, অভিযুক্তদের থানায় নিয়ে আসার পর তাঁদের অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের বোঝানোর পাশাপাশি অভিযুক্তদেরকেও আমরা পুলিশের পক্ষ থেকে কাউন্সেলিং করেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্ভুক্ত একাধিক স্কুলগুলিকে আমরা চিহ্নিত করেছি। যে সকল বিদ্যালয়গুলিতে ‘রোডসাইড রোমিও’দের আনাগোনা বেশি রয়েছে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন স্কুলগুলিকে ইভটিজিং মুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। মহিলারা যাতে নিরাপদে তাঁদের কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন এবং ফিরতে পারে সেদিকেই আমাদের বিশেষ নজর রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'রোডসাইড রোমিও'দের বাড়বাড়ন্ত শেষ! চালু হল অ্যান্টি ইভটিজিং ড্রাইভ, গ্রেফতার ১৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল