আরও পড়ুন: শুরু ফিশিং ব্যান পিরিয়ড, এই প্রথম আর্থিক সাহায্য পাবেন মৎস্যজীবীরা
এই বিষয়ে ঝালদা সুবর্ণ বণিক সমিতির সম্পাদক বিপ্লব কয়াল জানান, বেলতলায় মাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আনার নিমন্ত্রণ দিয়ে আসা হয়। নবরাত্রীর সপ্তমীতে নব পত্রিকার মাধ্যমে ঝালদার পুরনো বাঁধ থেকে কলস যাত্রার মধ্য দিয়ে মাকে নিয়ে আসা হল মন্দিরে। দীর্ঘদিনের রীতি মেনে এই পুজো চলে আসছে। এই পুজোর জন্য ঝালদার মানুষরা সারাটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কমিটির পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়ে থাকে সুষ্ঠুভাবে এই পুজো পরিচালনা করার জন্য।
advertisement
আরও পড়ুন: গৌড়েশ্বর নদীর তীরে হাজারি কালী মেলার ইতিহাস জানুন
এই বিষয়ে এলাকারই এক বাসিন্দা বলেন, দুর্গা পুজোর মতই এই পুজোর আয়োজন হয়। চারদিন ব্যাপী চলে এই পুজো। এলাকার মেয়েরা যারা বিভিন্ন কারণে বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা এই সময় বাড়িতে আসেন শুধুমাত্র এই পুজো উপলক্ষে। টানা চারদিন ভীষণ আনন্দ হয় এই পুজোয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি