আরও পড়ুন : 'SSC চেয়ারম্যানরা পুতুল!' SLST ইতিহাসের চাকরি বাতিল করে বিস্ফোরক পর্যবেক্ষণ হাইকোর্টের
অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আনিসের (Anis Khan Update) পরিবার। আনিস খানের বাবা এদিনও সংবাদ মাধ্যমের সামনে বলেন সিবিআই এর ওপরেই ভরসা তাঁর। তারাই রহস্যের পর্দা সরিয়ে যথাযুক্ত বিচার করবে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, "নিচু থেকে উপর তলা ওসি তাঁর উপরের ওসি সবাই জড়িত। আমাকে না জানিয়ে কেন ময়না তদন্ত করা হয়েছে। এই জন্য সিবিআই তদন্ত দাবি করছি। ওসি সব জানত। তাহলে কেন প্রথম থেকে অস্বীকার?"
advertisement
আরও পড়ুন : আনিস-হত্যায় পুলিশের দু’জন গ্রেফতার, বাংলাকে অশান্ত হতে দেব না: মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবারই আনিস-হত্যার (Anis Khan Update) ছ’দিন পূর্ণ হয়েছে। ধর্মীয় রীতি মেনে এদিনই আনিস খানের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাঁদের আমতার বাড়িতে। অন্যদিকে, বৃহস্পতিবারই খানের রহস্য মৃত্যুতে (Anis Khan Death) জড়িত সন্দেহে গ্রেফতার দুই পুলিশকর্মী— হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে আদালতে তোলার কথা।
'আনিস-হত্যায়' (Anis Khan Death) জড়িত সন্দেহে বুধবারই দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য পুলিশের ডিজি ধৃত পুলিশকর্মীদের নাম প্রকাশ্যে আনেন। যদিও আনিসের বাবা সালেম খান ধৃত পুলিশকর্মীদের ছবি দেখে চিনতে পারেননি। তিনি জানান, ওই দু’জনই শুক্রবার রাতে তাঁর বাড়িতে এসেছিলেন কি না তা তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না।