আরও পড়ুন: ব্যারাকপুর স্টেশনের অপরিষ্কার দেওয়ালই হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস! তুলিতে প্রাণ পেয়েছে বাংলার
বিশেষজ্ঞদের দাবি, পথকুকুরদের কেউ স্নান করিয়ে দেয় না। ফলে তারা নিজেকে পরিষ্কার রাখার জন্য জিভের সাহায্য নেয়৷ স্বাভাবিকভাবেই গায়ে রং লাগা অবস্থায় জিভ দিয়ে চাটলে সারমেয়দের শরীরে বিভিন্ন রাসায়নিক প্রবেশ করে৷ তার ফলে কুকুরদের পেটের সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা৷ থাকে। এছাড়াও রঙে ব্যবহৃত রাসায়নিকের মাধ্যমে অনেক সময়ই দেখা যায় ত্বকের সমস্যাও৷ উঠে যায় গায়ের লোম৷ শুধু তাই নয়, ছোট ছোট শারীরিক সমস্যার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে সারমেয়র বলেই জানাচ্ছেন পশু চিকিৎসকরা৷ তাই পশুপ্রেমীরা এখন আর্জি জানাচ্ছেন রাস্তার কুকুর , বিড়াল গরু বা অন্যান্য পশুদের গায়ে যাতে রঙ না দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অবলা প্রাণীদের হেনস্থা না করেই চলুক রঙের উৎসব উদযাপন।
Rudra Nrayan Roy