TRENDING:

Hooghly News: বেহাল অবস্থায় অঙ্গনওয়াড়ি সেন্টার, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্না থেকে পড়াশোনা

Last Updated:

হুগলির চাপদানি ফেশুয়া বাগান অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা মাথার এডবেস্টারের চাল উড়ে গেছে, বিদ্যুতের  তার ঝুলছে বিপজ্জনক ভাবে। এরই মধ্যে চলছে রান্নাবান্না থেকে পড়াশোনা সব কিছুই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির চাপদানি ফেশুয়া বাগান এলাকায় রয়েছে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। প্রতিদিন প্রায় ৩০ জন শিশু ও প্রসূতি মহিলা এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পুষ্টি যুক্ত খাবার গ্রহণ করে। একই সঙ্গে বাচ্চাদের চলে পড়াশোনা। তবে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে বেহাল দশা। মাথার এডবেস্টারের চাল উড়ে গেছে, বিদ্যুতের তার ঝুলছে বিপজ্জনক ভাবে। এরই মধ্যে চলছে রান্নাবান্না থেকে পড়াশোনা সব কিছুই। স্থানীয় সূত্রের খবর, চাপদানির ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে দরজা-জানলা না থাকার কারণে শীতের দিনে কনকনে ঠান্ডা হওয়ার মধ্যেই পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। রান্নাঘরের মাথায় অ্যাসবেস্টার না থাকায় বৃষ্টি পড়লে জলে ভেসে যায় গোটা ঘর। এর মধ্যে হাজারো প্রতিকূলতা নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি সেন্টারটি।
advertisement

আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন খোদ পুলিশ কর্মীরাই ! 

এই বিষয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের এক কর্মী সোনালী হরিজন তিনি বলেন, ঝড় জল বৃষ্টি শীত সব সময়তেই তাদেরকে রান্না করতে হয়। কিন্তু পর্যাপ্ত পরিবেশ না থাকায় অস্বাস্থ্যকর অবস্থাতেই তাদের অঙ্গনওয়াড়ি চালাতে হয়। মাথার ছাদ ভেঙে যাওয়ার কারণে বৃষ্টির দিনে যেমন সমস্যা হয় ঠিক তেমনি দরজা-জানালায় কোনরকম ঢাকা না থাকার কারণে রান্নার সময় কাকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। ঠিক যখন রান্না শুরু হয় তখনই অসংখ্য কাক এসে সেই রান্নার মধ্যে ঠোকর মারতে থাকে। যার ফলে খাবার নষ্ট হয়ে যায়। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের উপর যদি একটু মুখ তুলে তাকায় তাহলে মা ও বাচ্চারা সঠিক পরিষেবা পাবে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে।

advertisement

আরও পড়ুন: নির্মাণ কাজ চলার সময়ই ভেঙে পড়ল সেতু

View More

এই বিষয়ে চাপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র নিয়ে জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি সেন্টার গুলি দেখাশোনা করার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা রয়েছে। তাদেরই দায়িত্ব থাকে সমস্ত সেন্টার গুলির কি পরিস্থিতি তা খতিয়ে দেখার। তারাই সমস্ত সেন্টারের উন্নয়নের কাজ করে। তার মধ্যেও পুরসভার তরফ থেকে যতটা সম্ভব করার ততটা করা থাকে। এক্ষেত্রে সেন্টারটির বেহাল অবস্থার কথা পুরসভায় তেমনভাবে কেউ জানায়নি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সংবাদ মাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন এই বিষয়ে আগামীতে ব্যবস্থা নেবে পুরসভা এমনটা আশ্বাসও দিয়েছেন পুরপ্রধান।

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বেহাল অবস্থায় অঙ্গনওয়াড়ি সেন্টার, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্না থেকে পড়াশোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল