আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন খোদ পুলিশ কর্মীরাই !
এই বিষয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের এক কর্মী সোনালী হরিজন তিনি বলেন, ঝড় জল বৃষ্টি শীত সব সময়তেই তাদেরকে রান্না করতে হয়। কিন্তু পর্যাপ্ত পরিবেশ না থাকায় অস্বাস্থ্যকর অবস্থাতেই তাদের অঙ্গনওয়াড়ি চালাতে হয়। মাথার ছাদ ভেঙে যাওয়ার কারণে বৃষ্টির দিনে যেমন সমস্যা হয় ঠিক তেমনি দরজা-জানালায় কোনরকম ঢাকা না থাকার কারণে রান্নার সময় কাকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। ঠিক যখন রান্না শুরু হয় তখনই অসংখ্য কাক এসে সেই রান্নার মধ্যে ঠোকর মারতে থাকে। যার ফলে খাবার নষ্ট হয়ে যায়। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের উপর যদি একটু মুখ তুলে তাকায় তাহলে মা ও বাচ্চারা সঠিক পরিষেবা পাবে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে।
advertisement
আরও পড়ুন: নির্মাণ কাজ চলার সময়ই ভেঙে পড়ল সেতু
এই বিষয়ে চাপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র নিয়ে জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি সেন্টার গুলি দেখাশোনা করার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা রয়েছে। তাদেরই দায়িত্ব থাকে সমস্ত সেন্টার গুলির কি পরিস্থিতি তা খতিয়ে দেখার। তারাই সমস্ত সেন্টারের উন্নয়নের কাজ করে। তার মধ্যেও পুরসভার তরফ থেকে যতটা সম্ভব করার ততটা করা থাকে। এক্ষেত্রে সেন্টারটির বেহাল অবস্থার কথা পুরসভায় তেমনভাবে কেউ জানায়নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সংবাদ মাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন এই বিষয়ে আগামীতে ব্যবস্থা নেবে পুরসভা এমনটা আশ্বাসও দিয়েছেন পুরপ্রধান।
রাহী হালদার