TRENDING:

Andulpota Tourist Spot: ছুটির দিনে আঁকাবাঁকা রাস্তা, ভিড়ে ঠাসা আন্দুলপোতা...! এখন আর কেউ যেতেই চাইছেন না, কেন জানেন?

Last Updated:

Andulpota Tourist Spot: আন্দুলপোতা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ম্লান করে দিচ্ছে। কেন জানেন? পিছনে অন্য কোন কারণ নয়, রয়েছে রাস্তা খারাপের গল্প

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আন্দুলপোতা যেতে পথেই ভোগান্তি, পর্যটকদের হতাশার সুর। উত্তর ২৪ পরগনার অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র আন্দুলপোতা। শহরের কোলাহল থেকে দূরে, বিকেলের অবসর কাটাতে অনেকেই এখানে ছুটে আসেন। দুই পাশে বিস্তীর্ণ জলাশয়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আন্দুলপোতায় পৌঁছনোই যেন ভ্রমণের বড় আনন্দের অংশ। কিন্তু সেই আনন্দের রাস্তা এখন পরিণত হয়েছে ভোগান্তির জঙ্গলে।
advertisement

রাস্তার বেহাল দশা আজ এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ম্লান করে দিচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত, মাঝে মধ্যেই জমে থাকা জল, কাদা আর কর্দমাক্ত রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে যেতে গিয়ে পর্যটকরা পড়ছেন বিপাকে। কোথাও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও পড়ে যাওয়ার উপক্রম। বৃষ্টি হলে সমস্যার মাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আন্দুলপোতার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে রাস্তায় এই দুর্ভোগের কারণে অনেকেই আর এখানে আসতে চাইছেন না।

advertisement

আরও পড়ুন: মোটরবাইকে ‘উল্টোপাল্টা’ সাইলেন্সার…! এই রাস্তার উপর দিয়ে গেলেই খেল খতম, যা করছে ট্রাফিক পুলিশ

স্থানীয়রা বলছেন, রাস্তা মেরামত না হলে ধীরে ধীরে উত্তর ২৪ পরগনার আন্দুলপোতা পর্যটন হারাবে তার নিজস্বতা। বসিরহাট সংলগ্ন এই শান্ত, সবুজ আর পাখির কলতানে ভরা আন্দুলপোতাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। রাস্তায় মেরামতির অভাবে স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় চায়ের দোকান, খাবারের দোকান, ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে ছুটির দিনে পর্যটকদের ভিড় ভাল হত। এখন রাস্তার ভোগান্তির ভয়ে ভিড় অনেক কমে গেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাদের বক্তব্য, রাস্তার উন্নয়ন হলে পর্যটকরা ফিরে আসবে। অনেকেই বলছেন, স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এই পর্যটন কেন্দ্র অচল হয়ে পড়বে। একইসঙ্গে যাতায়াতের অসুবিধায় জরুরি পরিস্থিতিতেও এলাকাবাসী সমস্যায় পড়ছেন। স্থানীয়দের আশা, রাস্তার সংস্কারের কাজ শুরু হবে, যাতে আবারও আন্দুলপোতার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা নির্ভয়ে আসতে পারেন।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Andulpota Tourist Spot: ছুটির দিনে আঁকাবাঁকা রাস্তা, ভিড়ে ঠাসা আন্দুলপোতা...! এখন আর কেউ যেতেই চাইছেন না, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল