রাস্তার বেহাল দশা আজ এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ম্লান করে দিচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত, মাঝে মধ্যেই জমে থাকা জল, কাদা আর কর্দমাক্ত রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে যেতে গিয়ে পর্যটকরা পড়ছেন বিপাকে। কোথাও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও পড়ে যাওয়ার উপক্রম। বৃষ্টি হলে সমস্যার মাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আন্দুলপোতার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে রাস্তায় এই দুর্ভোগের কারণে অনেকেই আর এখানে আসতে চাইছেন না।
advertisement
আরও পড়ুন: মোটরবাইকে ‘উল্টোপাল্টা’ সাইলেন্সার…! এই রাস্তার উপর দিয়ে গেলেই খেল খতম, যা করছে ট্রাফিক পুলিশ
স্থানীয়রা বলছেন, রাস্তা মেরামত না হলে ধীরে ধীরে উত্তর ২৪ পরগনার আন্দুলপোতা পর্যটন হারাবে তার নিজস্বতা। বসিরহাট সংলগ্ন এই শান্ত, সবুজ আর পাখির কলতানে ভরা আন্দুলপোতাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। রাস্তায় মেরামতির অভাবে স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় চায়ের দোকান, খাবারের দোকান, ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে ছুটির দিনে পর্যটকদের ভিড় ভাল হত। এখন রাস্তার ভোগান্তির ভয়ে ভিড় অনেক কমে গেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের বক্তব্য, রাস্তার উন্নয়ন হলে পর্যটকরা ফিরে আসবে। অনেকেই বলছেন, স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এই পর্যটন কেন্দ্র অচল হয়ে পড়বে। একইসঙ্গে যাতায়াতের অসুবিধায় জরুরি পরিস্থিতিতেও এলাকাবাসী সমস্যায় পড়ছেন। স্থানীয়দের আশা, রাস্তার সংস্কারের কাজ শুরু হবে, যাতে আবারও আন্দুলপোতার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা নির্ভয়ে আসতে পারেন।
জুলফিকার মোল্যা