আধুনিক যুগের ছোঁয়ায় মেশিনের মাধ্যমে নিমেষের মধ্যে চালের গুড়ি তৈরি হয়ে যাওয়ায় হারিয়ে গিয়েছে বাংলার ঐতিহ্যবাহী চাল ভাঙ্গার, চালের গুড়ি, চিড়া তৈরি করার ঢেঁকি। কিন্তু মকর পরব এলেই ঢেঁকির কথা মনে পড়ে সকলের। কারণ ঢেঁকি ছাড়া পিঠে তৈরি করার উৎকৃষ্ট মানের চালের গুড়ি তৈরি করা সম্ভব নয়। তাই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকিকে পুনর্জীবিত করছে বেলপাহাড়ির বুড়িঝোড় গ্রামের বাসিন্দা অনন্ত সিং।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে প্রথম তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা! মজাটা কোথায় জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনন্ত সিং কাঠ দিয়ে গরুর গাড়ি করে থাকেন। তিনি কাঠের গুড়ি দিয়ে ঢেঁকিও তৈরি করেন। কিন্তু এই বছর আশ্চর্যজনকভাবে পাঁচটি ঢেঁকি তৈরি করার অর্ডার পেয়েছেন তিনি। দিবারাত্রি এক করে ঢেঁকি তৈরি করছেন অনন্ত সিং। একটা সময় ছিল ঢেঁকির উপর ভরসা করে থাকত গ্রাম বাংলার মানুষ। কালের নিয়মে ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে যায় ঢেঁকি। শহরাঞ্চলে এই ঢেঁকির কোনও চিহ্ন না থাকলেও গ্রামাঞ্চলের হাতে গোনা কয়েকটি বাড়িতে ঢেঁকি আজও দেখা যায়। কিন্তু মকর পরব এলে সকলেরই ঢেঁকির কথা মনে পড়ে। কারণ ঢেঁকি ছাড়া পিঠে তৈরি করার উৎকৃষ্ট মানের চালের গুড়ি তৈরি করা যায় না তাই এই মকর পরব এলেই কদর বাড়ে ঢেঁকির ।
বুদ্ধদেব বেরা