স্কুলছুট পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের স্কুল বন্ধ করার কারণ জানার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান। পঞ্চায়েতের অধীন ১৮টি স্কুল নিয়ে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার নাম ‘আমরা নূতন আমরা কুঁড়ি’।
আরও পড়ুনঃ ঝুঁকিপূর্ণ অবস্থায় দুর্গাপুর ব্যারেজে তর্পণ! মহালয়ার ভোরে মেলার চেহারা নিয়েছে কাঁকসার অজয় নদপাড়
advertisement
দেগঙ্গার বিডিও ফাহিম আলম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন আইসি অর্ণব গাঙ্গুলী, শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা, পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু, বারাসত গান্ধী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আলি আহসান, শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী, দেগঙ্গা চক্রের এসআই অরূপ রতন দাস সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানের মাধ্যমে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সকল প্রাইমারি ও হাইস্কুল নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জোনে ভাগ করে এই প্রতিযোগিতা হবে। বাচ্চাদের পড়াশোনার সঙ্গে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট ও খেলাধুলায় উৎসাহিত করা হবে। এলাকার রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, গৃহহীন অসহায় মানুষের সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কাজের পাশাপাশি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিনব উদ্যোগ পঞ্চায়েত প্রধানের।