অমিতাভ বচ্চনের তেমনই এক নিবেদিতপ্রাণ ভক্ত রয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ৬২ বছরের দীনবন্ধু মোদক, যিনি সকলের কাছে পরিচিত ‘দিনু বচ্চন’ নামেই। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল টান দিনুর। চেহারা ও চুলের স্টাইল পর্যন্ত মেলে ধরেছেন নিজের প্রিয় নায়ক অমিতাভের মতোই। এখনও পর্যন্ত চুলের কাটিং একবারও বদলাননি তিনি। তাঁর কথায়, তিনি চাইতেন, রাস্তায় হাঁটলে মানুষ বলবে নায়ক যাচ্ছে। সেই স্বপ্ন পূর্ণ না হলেও মানুষ তাঁকে ভালবেসে ডাকে ‘দিনু বচ্চন’ বলেই।
advertisement
বর্তমানে ডেকরেটার্সের ব্যবসা করেন দিনু, পাশাপাশি টুকটাক কাজ করে চালিয়ে যাচ্ছেন সংসার। তাঁর অভিনয়যাত্রা শুরু পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে, প্রথমে যাত্রা ও থিয়েটারে, পরে ১৯৭৬ সালে পা রাখেন কলকাতার স্টুডিওপাড়ায়। ১৯৮০ সালে সুখেন দাসের সুপারিশে ‘পাপপুণ্য’ ছবিতে একটি গানে বাবুসাহেবের চরিত্রে অভিনয় করেন তিনি, পারিশ্রমিক পান ৫০০ টাকা। এরপর অর্জুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রেম যোদ্ধা’ এবং ১৯৮২ সালে ‘গীত সঙ্গীত’ ছবিতেও কাজ করেন দিনু বচ্চন। তবে বড়সড় সাফল্য আসেনি এখনও। তবুও গুরু অমিতাভ বচ্চনের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা আজও অটুট।
প্রতি মাসে চুলের যত্ন ও স্টাইল বজায় রাখতে খরচ করেন তিনি। মাঝেমধ্যে চলচ্চিত্রে সুযোগ এলে অভিনয় করতেও রাজি হন, তবে এক শর্তে, নিজের হেয়ারস্টাইল কখনও বদলাবেন না। অমিতাভ বচ্চনের জন্ম মাসেও বনগাঁর রাস্তায় দেখা যাচ্ছে দিনুকে তাঁর সেই পরিচিত ‘শাহেনশাহ’ সাজে। মুখে অমিতাভের সংলাপ, চোখে সানগ্লাসে ঢাকা স্বপ্ন – হয়তো একদিন তিনিও সিনেমার পর্দায় নিজের অভিনয়ের সুযোগেই হয়ে উঠবেন সকলের হিরো। সীমান্ত শহরে অমিতাভ অনুরাগী এই দিনু বচ্চন যেন ফুল অন এন্টারটেইনমেন্ট।
Rudra Narayan Roy