আরও পড়ুন: নজরদারি হল আরও কড়া, নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এবার বসান হল সি সি ক্যামেরা
প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর আবার ফিরে যায়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
advertisement
আরও পড়ুন: তিনিই বদলে ছিলেন বাংলার ইতিহাস! তবুও কেন ব্রাত্য বিদ্যাসাগরের এই কাছের মানুষ?
পাশাপাশি উপস্থিত হয় বিএসএফের স্থানীয় ক্যাম্পের সদস্যরাও। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এই আলোর উৎস আসলেই কোন ড্রোন কিনা! কিংবা অন্য কোন বিষয় এই ঘটনার ঘটনার পিছনে কোনো গোয়েন্দা তৎপরতা অথবা অন্য কোনো উদ্দেশ্য জড়িত কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে।