TRENDING:

গায়কদের কণ্ঠ হুবহু নকল! সঙ্গে জীবজন্তুর ডাক, টোটোচালকের অবাক প্রতিভা

Last Updated:

টোটো চালানোর পাশাপাশি সত্যজিৎ বাবু বিভিন্ন নামী শিল্পী বাপ্পি লাহিড়ী, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, সাব্বির কুমার, উদিত নারায়ণের কণ্ঠের গান হুবহু গাইতে দক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : এক মুখে বিভিন্ন অভিনেতাদের ডায়লগ অনুকরণ করতে পারেন হুবহু। সঙ্গে বিভিন্ন নামী শিল্পীর কণ্ঠের গান গাইতেও দক্ষ টোটো চালক সত্যজিৎ রায়। তাঁর এই অসাধারণ প্রতিভা এখন গোটা এলাকায় আলোচনার বিষয়।
advertisement

টোটো চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন নামী শিল্পী যেমন- বাপ্পি লাহিড়ী, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, সাব্বির কুমার, উদিত নারায়ণের কণ্ঠের গান গাইতে দক্ষ। তাঁর এমন চর্চায় মুগ্ধ এলাকার মানুষজনও। স্থানীয়দের আশা যুবকের এমন প্রতিভা ভবিষ্যতে আরও বড় মঞ্চে পৌঁছানোর স্বপ্ন দেখাবে।

মানুষকে বিনোদন দিতে পারলে ভাল লাগে সত্যজিৎবাবুর। গঙ্গারামপুর শহরের ২নম্বর ওয়ার্ডের কালিতলার বাসিন্দা সত্যজিৎ রায় নামে ওই যুবকের থাকার একখানি ভাল ঘর পর্যন্ত নেই। সকাল হতেই সংসার পরিচালনার জন্য টোটো চালাতে প্রতিদিন বের হন তিনি। পরিবারে রয়েছে মা প্রভারানী রায়, স্ত্রী অর্চনা রায়-সহ তাদের একমাত্র কন্যা সন্তান সোনালী রায়। তাদেরকে নিয়ে কোনওমতে তাঁদের সংসার চলে।

advertisement

আরও পড়ুন- কোপাই নদীতে বইছে ফেনা জল! তাজ্জব বাসিন্দারা, দেখুন ভিডিও

View More

কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন! প্রতিভাবান শিল্পী সত্যজিৎ রায়কে প্রশ্ন করতেই উত্তরে সত্যজিত রায় জানালেন, “চেষ্টা ছিল তাই এগোতে পেরেছি। শুনেই বলতে পারি। গত ৩-৪ বছর ধরে এরকম কাজ করে চলেছেন তিনি। মানুষদের বিনোদন দিতে পারলে ভাল লাগে।”

advertisement

সত্যজিৎ বাবু তাঁর মুখে রয়েল বেঙ্গল টাইগার, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া থেকে বিভিন্ন ধরনের জীবজন্তুর ডাক নকল করার চেষ্টা করেন প্রতিনিয়ত। তাঁর এই অসাধারণ প্রতিভা এখন গোটা এলাকা-সহ জেলাতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিন গোটা দেশ শুনবে গঙ্গারামপুরের এই প্রতিভাবান কণ্ঠসাধকের নাম।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গায়কদের কণ্ঠ হুবহু নকল! সঙ্গে জীবজন্তুর ডাক, টোটোচালকের অবাক প্রতিভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল