TRENDING:

Rescued Man Story: মামার বাড়ি যেতে গিয়ে সর্বনাশ! হারিয়েছিলেন ঘর-পরিবার! তার পরই হাজির 'দেবদূত'!

Last Updated:

Man Rescued: ফিরে যাওয়ার উপায় খুঁজে পাননি বশিরউদ্দিন। রাস্তায় ঘুরছিলেন ভবঘুরের মত। কিন্তু পুলিশের সৌজন্যে অবশেষে ফিরলেন বাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা, পশ্চিম বর্ধমান : বেরিয়েছিলেন মামার বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সেখানে আর পৌঁছনো হয়নি। বছর ৫০ পর ওই ব্যক্তি হারিয়ে ফেলেছিলেন সব কিছু। মামার বাড়ির বদলে চলে গিয়েছিলেন অন্য জায়গায়। মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে ঠিকানা, নাম কিছুই বলতে পারছিলেন না। ঠাঁই হয়েছিল রাস্তায়। ঘুরছিলেন ভবঘুরের মত। কিন্তু পুলিশের সৌজন্যে অবশেষে ফিরলেন বাড়ি।
advertisement

আউসগ্রাম থানার এরাল এলাকার বাসিন্দা বশিরউদ্দিন। বছর পঞ্চাশের এই ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেই জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা বলছে, গত সপ্তাহে তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। যাওয়ার কথা ছিল মামার বাড়ি। কিন্তু তারা জানতেও পারেননি যে, তিনি সেখানে পৌঁছননি। ওই ব্যক্তি কাঁকসায় মামার বাড়ি যাওয়ার বদলে পৌঁছে গিয়েছিলেন রাজবাঁধ এলাকায়। তারপরেই পুরো ছবিটা বদলে যায়।

advertisement

আরও পড়ুন- ইউটিউব চ্যানেল খুলছেন? ১০০০ ভিউ থেকে কী ভাবে সহজে রোজগার করবেন? জেনে নিন

অন্যদিকে রাজবাঁধ এলাকায় পৌঁছে যাওয়ার পর আর ফিরে যাওয়ার উপায় খুঁজে পাননি বশিরউদ্দিন। রাস্তায় ঘুরছিলেন ভবঘুরের মত। বিষয়টি নজরে আসে কাঁকসা থানার পুলিশের। তাঁকে উদ্ধার করে আনা হয়। পুলিশই তার নাম, ঠিকানা ইত্যাদির খোঁজখবর শুরু করে। পুলিশের সেই উদ্যোগের ফলেই খোঁজ পাওয়া যায় বশিরউদ্দিন বাবুর পরিবারের। তারপর পরিবারের সদস্যদের থানায় ডেকে ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

advertisement

বশিরউদ্দিন বাবুর ভাই মইনুদ্দিন বলছেন, তার দাদা মানসিকভাবে কিছুটা অসুস্থ। কিন্তু এমন কিছু যে ঘটতে পারে, তারা আশঙ্কাও করেননি। বিষয়টি তারা জানতেও পেরেছেন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে। তবে পুলিশ যেভাবে উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করেছে বা বাড়িতে ফিরিয়ে দিয়েছে, সেজন্য পুলিশ কর্মীদের সাধুবাদ দিয়েছেন তারা। অন্যদিকে পুলিশ কর্মীদের এহেন কর্তব্য দেখে সাধুবাদ দিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন পুলিশের এই উদ্যোগের জন্যই ঘর হারিয়ে ফেলা একজন আবার পরিবার ফিরে পেলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rescued Man Story: মামার বাড়ি যেতে গিয়ে সর্বনাশ! হারিয়েছিলেন ঘর-পরিবার! তার পরই হাজির 'দেবদূত'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল