YouTube Earning Tips:ইউটিউব চ্যানেল খুলছেন? ১০০০ ভিউ থেকে কী ভাবে সহজে রোজগার করবেন? জেনে নিন

Last Updated:
YouTuber Earning on 1 Thousand Views: ইউটিউবে ১০০০ ভিউ হলে কি টাকা পাবেন? নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। জেনে নিন।
1/8
নতুন ইউটিউব চ্যানেল খুলে অনেকেই সমস্যায় পড়েন। কী করলে রোজগার হয় সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই থাকে না। এই প্রতিবেদনে জানতে পারবেন শুরুর ধাপ। কত ভিউ হলে আসবে কত টাকা?
নতুন ইউটিউব চ্যানেল খুলে অনেকেই সমস্যায় পড়েন। কী করলে রোজগার হয় সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই থাকে না। এই প্রতিবেদনে জানতে পারবেন শুরুর ধাপ। কত ভিউ হলে আসবে কত টাকা?
advertisement
2/8
১০০০ ভিউ হলে কি টাকা পাবেন? নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। কী কী বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে চ্যানেলের আয়? চ্যানেলের টপিক, ভিউয়ারের লোকেশন এবং বিজ্ঞাপনের গুণমান। Cost per Mille হল সেই স্কেল যার নিরিখে বোঝা যায় ১০০০ ভিউয়ের জন্য আয় কত হবে। সাধারণত ০.৫ ডলার থেকে ০.৭ ডলারের মধ্যে। দেশ ভেদে এই আয় বদলে যায়।
১০০০ ভিউ হলে কি টাকা পাবেন? নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। কী কী বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে চ্যানেলের আয়? চ্যানেলের টপিক, ভিউয়ারের লোকেশন এবং বিজ্ঞাপনের গুণমান। Cost per Mille হল সেই স্কেল যার নিরিখে বোঝা যায় ১০০০ ভিউয়ের জন্য আয় কত হবে। সাধারণত ০.৫ ডলার থেকে ০.৭ ডলারের মধ্যে। দেশ ভেদে এই আয় বদলে যায়।
advertisement
3/8
ইউটিউবের কিছু বিজ্ঞাপন স্কিপ করা যায়, কিছু যায় না। যে বিজ্ঞাপন স্কিপ করা যায় না, সেগুলো থেকে আয় বেশি হয়। বিজ্ঞাপনদাতারা কিছু ক্যাটেগরির জন্য বেশি আগ্রহী হন। Cost per Mille কোনগুলিতে বেশি হয় জানেন? সেগুলি হল, ফিন্যান্স, প্রযুক্তি, স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও চ্যানেলের ক্ষেত্রে। এখানে লাভের অঙ্কটা বেশি হয়।
ইউটিউবের কিছু বিজ্ঞাপন স্কিপ করা যায়, কিছু যায় না। যে বিজ্ঞাপন স্কিপ করা যায় না, সেগুলো থেকে আয় বেশি হয়। বিজ্ঞাপনদাতারা কিছু ক্যাটেগরির জন্য বেশি আগ্রহী হন। Cost per Mille কোনগুলিতে বেশি হয় জানেন? সেগুলি হল, ফিন্যান্স, প্রযুক্তি, স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও চ্যানেলের ক্ষেত্রে। এখানে লাভের অঙ্কটা বেশি হয়।
advertisement
4/8
আমেরিকা, কানাডা এবং ইউরোপের ভিউয়ার হলে চ্যানেলের আয় বেশি হবে। অন্য দেশের ভিউয়ার হলে আয় কম হবে চ্যানেলের।
আমেরিকা, কানাডা এবং ইউরোপের ভিউয়ার হলে চ্যানেলের আয় বেশি হবে। অন্য দেশের ভিউয়ার হলে আয় কম হবে চ্যানেলের।
advertisement
5/8
ইউটিউব প্রিমিয়ামের সদস্য যাঁরা, তাঁরা বেশি আয় করেন ভিউ থেকে। বিজ্ঞাপনের পাশাপাশি তাঁদের অন্য ভাবে আয়ের পথ থাকে। যে সব কনটেন্টের এনগেজমেন্ট বেশি, সেই সব কনটেন্টে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ বাড়ে। সেগুলোর থেকে নির্মাতাদের আয় বেশি হয়। Cost per Mille বেশি হয়।
ইউটিউব প্রিমিয়ামের সদস্য যাঁরা, তাঁরা বেশি আয় করেন ভিউ থেকে। বিজ্ঞাপনের পাশাপাশি তাঁদের অন্য ভাবে আয়ের পথ থাকে। যে সব কনটেন্টের এনগেজমেন্ট বেশি, সেই সব কনটেন্টে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ বাড়ে। সেগুলোর থেকে নির্মাতাদের আয় বেশি হয়। Cost per Mille বেশি হয়।
advertisement
6/8
শিক্ষা, ব্যবসা কিংবা প্রযুক্তির কনটেন্ট বানালে তাই আয় বেশি হয় চ্যানেলের। ভারতীয় ইউটিউবাররা প্রতি ১০০০ ভিউয়ের জন্য কত আয় করেন?
শিক্ষা, ব্যবসা কিংবা প্রযুক্তির কনটেন্ট বানালে তাই আয় বেশি হয় চ্যানেলের। ভারতীয় ইউটিউবাররা প্রতি ১০০০ ভিউয়ের জন্য কত আয় করেন?
advertisement
7/8
ভারতীয় চ্যানেলে ১০০০ ভিউ হলে আয় হয় ১ ডলার থেকে ৫ ডলারের মধ্যে। কিন্তু আমেরিকার একজন ইউটিউবার এই একই ভিউয়ের জন্য ৩৬.০৩ ডলার। আয় করেন।
ভারতীয় চ্যানেলে ১০০০ ভিউ হলে আয় হয় ১ ডলার থেকে ৫ ডলারের মধ্যে। কিন্তু আমেরিকার একজন ইউটিউবার এই একই ভিউয়ের জন্য ৩৬.০৩ ডলার। আয় করেন।
advertisement
8/8
সব ভিডিওতে বিজ্ঞাপন থাকে না। সেগুলোর ক্ষেত্রে আয় করা দুঃসাধ্য প্রায়। কেবল মাত্র বিজ্ঞাপন রয়েছে এমন ভিউ থেকেই লাভ হয় চ্যানেলের।
সব ভিডিওতে বিজ্ঞাপন থাকে না। সেগুলোর ক্ষেত্রে আয় করা দুঃসাধ্য প্রায়। কেবল মাত্র বিজ্ঞাপন রয়েছে এমন ভিউ থেকেই লাভ হয় চ্যানেলের।
advertisement
advertisement
advertisement