TRENDING:

Howrah News: এমন রঙের প্রাণী সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম! ধবধবে দুধ সাদা রঙের ভাম বিড়াল উদ্ধার

Last Updated:

এমন রঙের এই প্রাণী সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম, ধবধবে দুধ সাদা রঙের ভাম, এমন প্রাণীর দেখা মিলল পাঁচলা গঙ্গাধরপুর গোলাবাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম দেখা মিলল সাদা ভাম বিড়াল। বিরল সাদা ভাম বা অ্যালবিনো সাদা ভাম উদ্ধার পাঁচলা গোলাবাড়ি থেকে। এমন প্রাণী হয়ত অনেকেই চোখে দেখেনি।এই বিরল প্রাণীটি উদ্ধার হয় একটি গৃহস্থ বাড়ি থেকে। উদ্ধার হওয়ার পর থেকে প্রাণীটি দেখতে হুলুস্থূল কান্ড। উদ্ধার পর প্রাণীটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। পাঁচলা গোলাবাড়ি এলাকা থেকে প্রাণীটি উদ্ধার হওয়ার পর থেকেই এমন অচেনা প্রাণী দেখতে রীতিমতো মানুষ ভিড় জমায়, যদিও পরিবেশ কর্মীদের কথায় জানা যায়। পরানের স্বাভাবিক যে রং সেই রং না হয়ে অ্যালবিনো যা ধবধবে সাদা। এটি খুব স্বাভাবিক বিষয় হলেও খুব অল্পমাত্রায় দেখা যায়। সাধারণ ভাম বা খটাস প্রকৃতির প্রাণীদের গায়ের রঙ কালচে হয়। কিন্তু তা না হয়ে, একবারে ধবধবে সাদা কালোর ভাম।
advertisement

আরও পড়ুন:  প্রতি মাসে ২৫-৩০ হাজার রোজগার, মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে এই পেশা, আপনিও শুরু করুন এই কাজ

গত প্রায় এক বছর আগে এমনই একটি ঘটনা হাওড়া জেলায় দেখা গিয়েছিল। বিষধর কালাজ সাপ কালো শরীরে হালকা সাদা ডোরা কাটা দাগ। কিন্তু দুধের মত ধবধবে সাদা কা সাপ দেখা গিয়েছিল। এই অ্যালভিনো বাচ্চারা মায়ের গর্ভথেকে জন্ম নেয় একই রকম আর পাঁচটা বাচ্চার মত, শুধু মাত্র তফাৎ এদের গায়ের রঙের। এই ঘটনা খুব স্বাভাবিক। এই একই ঘটনা পাঁচলার গোলাবাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি সাধারণ কালচে ভাম সাবকের সঙ্গে উদ্ধার একটি (Albino Indian plum civet) বা সাদা ভাম। জানা যায় পাঁচলা গোলাবাড়ির একটি গৃহস্থ বাড়ির কার্নিশে গত দেড় মাস আগে একটি ভাম চারটি বাচ্চা দেয়। বাসা থেকে বাচ্চা গুলি পড়ে যাওয়ায় পরিবেশ কর্মীরা উদ্ধার করে।

advertisement

আরও পড়ুন: অল্পতেই দাঁত দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত? মারাত্মক ক্ষতি করছেন কিন্তু, ৫টি টিপসে সুস্থ হবে মাড়ি, দাঁত থাকতে মর্ম বুঝুন

View More

প্রাণী গুলিকে উদ্ধার করতে ঘটনা চলে পৌঁছায় পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক, শুভঙ্কর কোলে সহ হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বেশ কয়েকজন সদস্য গিয়ে উদ্ধার করে। উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেয় পরিবেশকর্মীরা। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, ভাম বিরল নয়। কিন্তু অ্যালবিনো ভাম দেখা যায় না। অ্যালবিনিশম্ একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম্ বা পিগমেন্টেশন্ এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিম্ এর জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়। ২০২১ সালে উড়িষ্যার সাতকোশিয়া টাইগার রিজার্ভে অ্যালবিনো ভাম দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এমন রঙের প্রাণী সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম! ধবধবে দুধ সাদা রঙের ভাম বিড়াল উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল