এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪১০০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবন নিম্ন বদ্বীপ অঞ্চলে লবণাক্ততা কমিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা হবে। সে জন্য পুনর্জীবিত করে তোলা হবে বহু বুজে যাওয়া খাল-নদী।
গড়ে তোলা হবে পরিবেশ-বান্ধব পরিকাঠামো। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১১টি ব্লকে রূপায়িত হবে এই প্রকল্প। বিশেষ গুরুত্ব দেওয়া হবে জনবসতি থাকা ৩৯টি দ্বীপকে। নামখানা, মৌসুনি, সাগর, গোসাবা, পাথরপ্রতিমা, চুনাখালি, সোনাখালি, বাসন্তী, কুমিরমারি, মৈপীঠ, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, ঘোড়ামারা সহ একাধিক এলাকায় এই কাজ হবে।
advertisement
সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে। গোটা প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে বিশ্বব্যাঙ্ক।কিন্তু যে কোনও রাজ্যেই বিশ্বব্যাঙ্কের প্রকল্পের জন্য ভারত সরকারের ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচারের থেকে স্রেফ ছাড়পত্র নিতে হয়।বাদবাকি সমস্ত দায়িত্বই রাজ্যের। সেই ছাড়পত্র এখনও মেলেনি। ফলে এখানেও বঞ্চনার অভিযোগ উঠেছে। এই ছাড়পত্র মিললে কাজ শুরু হবে। যার ফলে বাঁচবে সুন্দরবন, বাঁচবে জেলা।