ব্যবসায়ীদের বক্তব্য, সাধারণ মানুষ না বুঝেই এই জল কিনে নিচ্ছেন। অথচ সজল ধারা প্রকল্পের জল শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য বরাদ্দ, পৌর এলাকায় তা বিক্রির কোনও বৈধতা নেই। ধৃত ব্যক্তি জানায়, সে গোপালনগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথের হয়ে জল সরবরাহের কাজ করছিল। তার দাবি, সে শুধু মালিকের নির্দেশেই জল পৌঁছে দিতে এসেছে, বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই তাঁর জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জল শহরে এনে বিক্রির কোনও অনুমতি নেই। কীভাবে এই জল শহরে প্রবেশ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশাসনিক কর্তা বলেন, সজল ধারা গ্রামীণ পরিকাঠামোর গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর অপব্যবহার ঠিক নয়। প্রয়োজন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বনগাঁ পৌর এলাকায় সাধারণ মানুষের পানীয় জল এর বৈধতা ও মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।