TRENDING:

'হর ঘর তিরঙ্গা' প্রচারে শুভেন্দুকে পুলিশের বাধার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাবেন বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari || তিন পুলিশকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাবেন বিরোধী দলনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নন্দীগ্রাম: নন্দীগ্রামে 'হর ঘর তিরঙ্গা' প্রচারে শুভেন্দু অধিকারীকে পুলিশের বাধার অভিযোগ। তিন পুলিশকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাবেন বিরোধী দলনেতা। "ভারতের পতাকা হাতে নিয়ে যাত্রা আর মুখে 'ভারত মাতা কি জয়' এ রাজ্যে কি এখন এই দুটোই নিষিদ্ধ?" প্রশ্ন তুলেলেন শুভেন্দু৷ তাঁর বক্তব্য, "আদালত স্পষ্ট জানিয়েছে আমার কর্মসূচিতে কোনও পুলিশি বাধা দেওয়া যাবে না, উল্টে সুরক্ষা দিতে হবে। সেখানে আজ ফের পুলিশের বাধা পেলাম।" এ বিষয়টি শুভেন্দু নিজের ট্যুইটেও জানিয়েছেন।
advertisement

advertisement

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি। দেশজুড়ে 'আজাদি কি অমৃত মহোৎসব' পালন হচ্ছে ঘটা করে। তিরঙ্গা যাত্রা, জাতীয় পতাকা বিতরণ-সহ নানা কর্মসূচি চলছে। আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট দেশজুড়ে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ রাজ্যেও একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের আবেদনে সাড়া দিয়ে নানান কর্মসূচিতে অংশ নিয়ে একেবারে শেষ লগ্নে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত সেই তিরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল জেলা পুলিশের কর্তাদের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন: 'সবে দুটো উইকেট পড়েছে', অনুব্রতর পর বড় আশঙ্কা উসকে দিলেন দিলীপ ঘোষ! নিশানায় কে?

রাত পোহালেই 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির প্রথম দিন। নন্দীগ্রামে শনিবার থেকে টানা তিন দিন যেন বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই আবেদনকে সামনে রেখে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন শুভেন্দু৷ সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল) শ্রদ্ধা পান্ডেকে বলেন, "কোনও দলীয় ঝান্ডা নেই, দলীয় স্লোগান নেই, ১৪৪ ধারা লাগু নেই, শুধু জাতীয় পতাকা নিয়ে আমার বিধানসভার মানুষজনকে নিয়ে তিরঙ্গা যাত্রা। তাও করতে দেওয়া হবে না?" আইপিএস শ্রদ্ধা পান্ডেকে তখন বলতে শোনা যায়, "এই তিরঙ্গা যাত্রার কোনও অনুমতি নেই।"

advertisement

আরও পড়ুন: অনুব্রত গ্রেফতার, জেলে বসেই খবর শুনে অবাক করা প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের!

তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সাংবাদিকদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "জেলা পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডের নেতৃত্বে আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। রাজ্য পুলিশের ডিজি-সহ পূর্ব মেদিনীপুর জেলার দুই আইপিএসের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানিয়ে বলব যে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তিরঙ্গা' প্রচার কর্মসূচি পালন করতে নন্দীগ্রামে বাধা দেওয়া হয়েছে।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'হর ঘর তিরঙ্গা' প্রচারে শুভেন্দুকে পুলিশের বাধার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাবেন বিরোধী দলনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল