TRENDING:

রাতে তালা ভেঙে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কর্মীদের মধ্যে বিক্ষোভ

Last Updated:

বিজেপির একাংশের ধারণা শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই ঘটনায়  যুক্তদের খোঁজেই পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে। পুলিশের এই আচরণের প্রতিবাদে রবিবার বাঁকুড়া শহরে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ  পুলিশের বিরুদ্ধে , খবর পেয়ে রাতেই জেলা কার্যালয়ে জমায়েত করে প্রবল  কোনও রমক আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা।  রাত ২ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে থাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে।
News18
News18
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা থেকেই বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের আশপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল। সাদা পোশাকের পুলিশ কড়া নজর রাখছিল বিজেপির দলীয় কার্যালয়ের উপর। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও দলীয় কার্যালয়ের মেইন গেটে তালা বন্ধ করে দলের নেতা কর্মীরা বাড়ি চলে যান।

advertisement

আরও পড়ুনএকই পরিবারে পরপর ৩ জনের মৃত্যু! ভয়ে কাঁটা গোটা গ্রাম, কারণ জানতেই চক্ষু চড়কগাছ

রাত ২ টা নাগাদ বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান বিশাল পুলিশ বাহিনী ওই দলীয় কার্যালয়ের মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। খবর পেতেই স্থানীয় বিজেপি নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে আসেন। বিজেপি কর্মীরা কার্যালয়ে জড়ো হতেই রণে ভঙ্গ দেয় পুলিশ। এলাকা ছেড়ে পুলিশ চলে যায়। গভীর রাতে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর প্রতিবাদে দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা কর্মীরা।

advertisement

জানা গেছে এদিন বিজেপির দলীয় কার্যালয়ে একযোগে হানা দিয়েছিল বাঁকুড়া সদর থানা ও খাতড়া থানার পুলিশ। তবে কী কারণে তারা এভাবে কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে বিজেপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালালো তা  এখনো জানা যায়নি।

আরও পড়ুনNew Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া

advertisement

বিজেপির একাংশের ধারণা শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই ঘটনায়  যুক্তদের খোঁজেই পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে। পুলিশের এই আচরণের প্রতিবাদে রবিবার বাঁকুড়া শহরে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি।

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতে তালা ভেঙে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কর্মীদের মধ্যে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল