জানা গিয়েছে, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে রাজিকুল শেখ নামে এক ব্যক্তি ওই নার্সিংহোমে তার স্ত্রীকে ভর্তি করেন। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান রোগীর A পজেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু পরিবার সেই রক্ত না পাওয়ায় এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, টাকা দিলে মিলবে ওই গ্রুপের রক্ত। আর্থিক সমস্যায় থাকলেও আগত সন্তান ও স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ব্যক্তি সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষকে।
advertisement
আরও পড়ুন: অর্থের অভাবে আটকে চোখের চিকিৎসা? বিনামূল্যে অপারেশন ও সব ব্যবস্থা জেলা পুলিশের!
এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পারে নার্সিংহোমে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করছে। তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নার্সিংহোমে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। আলোচনা ক্রমেই বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছে যায়। শেষে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য আর্য সেনগুপ্ত জানান, 'ওই নার্সিংহোমে মাস খানেক আগেও একই রকম ঘটনা ঘটেছিল। নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেরা ভুল স্বীকার করে আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরও একই ধরনের ঘটনা ঘটল। এবারই ওদের শেষবারের মত সুযোগ দেওয়া হল।'