মহিষাদল থানার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের মেয়ে, ক্লাস এইটের স্কুল পড়ুয়াকে বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতেই এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে মহিষাদল এলাকায়। অভিযুক্ত তাঁর নাবালিকা মেয়েকে পরশুদিন, পয়লা অগাস্ট, রঙ্গীবসানের এক যুবকের কাছে বিক্রি করে। এমনই অভিযোগ৷
advertisement
স্থানীয় পঞ্চায়েতে সদস্যের তৎপরতায় তিন দিনের মাথায় উদ্ধারও হয়েছে বিক্রি হওয়া নাবালিকা। মেয়েকে বিক্রি করার ঘটনায় মহিষাদল থানার পুলিশের দারস্থ হয়েছিলেন নাবালিকার মা। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য সুখেন্দু দাস নিজে তৎপর হয়ে নাবালিকা মেয়েকে উদ্ধার করে৷ পুলিশ এবং বিডিও হেফাজতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নারী পাচার চক্রের বড়সড় যোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2022 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Selling Daughter: টাকার বিনিময় নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে!