এদিকে, বুথে পুলিশ ঢুকছে বলে পাল্টা অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল। সেই অভিযোগ নিয়েও রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে, এই অভিযোগের প্রেক্ষিতে তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে রিপোর্ট চাইল কমিশন। পশ্চিম বর্ধমানের জেলা ইলেকশন অফিসারকে গোটা বিষয়টি দেখার নির্দেশ সিইও অফিসের।
আরও পড়ুন: পয়লা বৈশাখে ঝেঁপে বৃষ্টি বঙ্গে? জানিয়ে দিল হাওয়া অফিস, সতর্ক থাকুন
advertisement
এদিকে, ভোটের দিন শুরুতেই বিজেপি প্রার্থীর ফের হুঁশিয়ারি, ভোটের দিন তৃণমূল গন্ডগোল করতে এলে মারের বদলে পাল্টা মারের রাস্তাতেই হাঁটবেন বিজেপি কর্মীরাও৷ মঙ্গলবার সকালেই বাবা-মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী৷ আসানসোলের এলআইসি বুথে ভোট দেওয়ার পর বিভিন্ন বুথে ঘুরতে শুরু করেন তিনি৷
আরও পড়ুন: 'আমার সারাদিন শুধু তুমি তুমি করে', ভোটের সকালে হঠাৎ কার উদ্দেশে গান ধরলেন বাবুল সুপ্রিয়?
প্রতিপক্ষ শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গে প্রশ্ন করতেই অগ্নিমিত্রা বলে ওঠেন, 'শত্রুঘ্ন সিনহা নয়, আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ শত্রুঘ্ন সিনহার রাজনীতিতে কী অবদান আছে? একটা মানুষ চার বার দল বদল করেছেন, তাই তাঁকে কেউ বিশ্বাস করেন না এখানে৷ গত একবছরে বিধায়ক হিসেবে আমি কতটা পরিশ্রম করেছি, আসানসোলের মানুষ তা দেখেছেন৷ আর মানুষ আমায় দেখে আমার উপরে ভরসা করবেন না, ভরসা করবেন নরেন্দ্র মোদিকে দেখে৷'