পশ্চিম মেদিনীপুরের বেলদায় রেইনবো যোগা ইনস্টিটিউটের পরিচালনায় সপ্তম বর্ষে অল ইন্ডিয়া ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। যেখানে শুধু ট্রাডিশনাল যোগ ব্যায়াম এর প্রতিযোগিতা নয়, রয়েছে আর্টিস্টিক যোগাও। প্রতিযোগীরা সকলের কাছে নিজেদের দক্ষতা জাহির করেছেন। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে মহিলাদের উদ্যোগ, তাঁদের সফলতা এবং যোগ ব্যায়ামে তাঁদের পারদর্শিতাও তুলে ধরা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নববর্ষের আগে চরম সর্বনাশ! বাসন্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা বাড়ি পুড়ে ছাই, আতঙ্ক এলাকায়
ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় হাজারও প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। রবিবার, সোমবার এবং মঙ্গলবার- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রয়েছে একাধিক পুরস্কার। মূলত যোগব্যায়ামের প্রসার ঘটানো, যোগব্যায়ামের মধ্য দিয়ে মানুষকে সুস্থ ও সচেতন থাকার বার্তা দেওয়া এবং অন্যান্য খেলাধূলার পাশাপাশি যোগাভ্যাসকে জীবনের এক অঙ্গ হিসেবে তৈরি করতে এই আয়োজন উদ্যোক্তাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিযোগিতার মধ্যে প্রায় ৭০ শতাংশ মহিলা। বর্তমান দিনে সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে আসছে। বিভিন্ন খেলাধূলাতেও তাঁদের অবাধ বিচরণ। এই প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি মেয়েদের যোগব্যায়াম প্রদর্শন বেশ নজর কেড়েছে। আলাদা করে নজর কেড়েছে নাচ এবং যোগব্যায়ামের সংমিশ্রণে বিশেষ প্রদর্শন। সব মিলিয়ে জমজমাট সারা ভারত ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ।





