বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রিমল। রিমলের প্রভাব রবিবার দুপুরের পর থেকে দেখা যাবে। ঝড়ের যে গতি প্রকৃতি রয়েছে তাতে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোতে শুরু করেছে। আগামিকাল দুপুরে হলদিবাড়ির কাছে ল্যান্ডফল হওয়ার কথা। সেই মতো প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ। হুগলি- চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।
advertisement
২৫ থেকে ২৭মে পর্যন্ত তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রবিবার রাতে ঠিক কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল?জানিয়ে দিল হাওয়া অফিস
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ইয়াস ও আমফানের সময় প্রশাসন মানুষের পাশে থেকেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রিমল পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে। ইতিমধ্যে এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে এবং গঙ্গা এবং বিভিন্ন নদীপথে লঞ্চ ভেসেল পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।