স্বর্গীয় মানস রায় চৌধুরী স্মৃতি উদ্দেশে বিগত ১০ বছর ধরে সারা বাংলা ব্যাপী ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করে আসছে সম্মিলনী ক্লাব। এই বছরেও ঘটেনি তার ব্যতিক্রম। গোটা পশ্চিমবঙ্গ থেকে ৮০টি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। ছোট স্ট্রাইকারের এই ক্যারাম প্রতিযোগিতা দেখার জন্য একত্রিত হয়েছিল ক্যারাম প্রেমী বহু মানুষ। কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, বাঁকুড়া বর্ধমান সহ একাধিক জেলা থেকে প্রতিযোগিরা এসে অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়।
advertisement
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি শুভেন্দু দাস বলেন,”বর্তমান সময়ে ইনডোর গেমস প্রায় ভুলে যেতে বসেছে নতুন প্রজন্ম। এর মধ্যেও অনেকে আছে যারা ক্যারামে নিজেদের হাতের জাদু দেখায়। বহু প্রান্তিক ঘর থেকে অনেক খেলোয়াড়রা আসেন যাদের খেলার প্রতিভা রয়েছে অভূতপূর্ব। তবে সব সময় তারা সঠিক মঞ্চ খুঁজে পান না। সে ক্ষেত্রে বিগত ১০ বছর ধরে কোন্নগর সম্মিলনী ক্লাব আয়োজন করছে এই ধরনের ক্যারাম প্রতিযোগিতার। যার ফলে বহু প্রতিভাবান খেলোয়াড় সুযোগ পাচ্ছেন নিজের খেলাকে জনসমক্ষে তুলে ধরার জন্য।”
রাহী হালদার