আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন শাকিল আহম্মেদ। জানা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বার হওয়ার সময়েই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তার ছিটকে পড়েন শাকিল। রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দৌলতাবাদের বাড়িতে শাকিলের মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা মা, পরিবার এবং পরিজনেরা।
advertisement
আরও পড়ুন : মেঘলা আবহাওয়ায় আটকে শীত, বাঙালির পাতে অপরিহার্য আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা
তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন আগাগোড়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন শাকিল। বাবা আবদুর সামাদ চাষবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন ছিল, ছেলে চাকরি করে সংসারের হাল ধরবেন। কিন্তু রবিবার ফোনে ছেলের মৃত্যু সংবাদ পেতেই সবকিছু ওলটপালট হয়ে যায় শাকিলের পরিবারের। কান্নায় ভেঙে পড়েন বাবা মা-সহ পরিবারের সকলেই। শাকিলকে শেষ বারের মতো এক বার দেখতে অধীর অপেক্ষায় তাঁর পরিবার ও প্রতিবেশীরা।
প্রতিবেশী মহবুল ইসলাম বলেন, " ছোট থেকে শাকিল পড়াশোনায় অত্যন্ত মেধাবী। খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। ওর বাবা খুব কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছিল। এইভাবে শাকিলের মৃত্যু সত্যিই খুব মর্মান্তিক।"
আরও পড়ুন : বিধ্বংসী তুষারঝড়ে বরফে জমাট অসহায় হরিণের চোখ মুখ কান, কী হল পরিণতি, ভাইরাল ভিডিও
বাবা আবদুর সামাদ বলেন, " ছেলে আমাকে বলত পড়াশোনা শেষ করেই ও চাকরি করবে। বলত বাবা তোমাকে আর কাজ করতে হবে না। কিন্তু আমার ছেলেটাই আর থাকল না। আর কে আমাদের দেখবে। " মা শাকিলা বিবি বলেন, " দু'দিন আগে ছেলের পরীক্ষা শেষ হয়েছিল। বলেছিল বাড়ি আসবে। কিন্তু আমার ছেলের আর বাড়ি আসা হল না।"