আরও পড়ুন- কেন পটল তোলা মানেই মারা যাওয়া? মৃত্যুর সঙ্গে কী সম্পর্ক এই নিরীহ সবজির?
পুলিশ জানিয়েছে, মেমারির দুর্গাডাঙায় আল আমিন মিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির আবাসিক পড়ুয়ারা এখানে থেকেই পড়াশোনা করে। মারধরের ঘটনায় আহত হয়েছে ১৫-২০ জন পড়ুয়া। স্থানীয়রা উদ্ধার করে আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে সূত্রের খবর।
advertisement
পড়ুয়াদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই কর্তৃপক্ষকে নিম্নমানের খাবার পরিবেশন সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে নিজেদের কয়েক দফা দাবি জানিয়ে আসছিল তাঁরা। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতেও আল আমিন মিশন আকাডেমির মেমারি শাখার দায়িত্বপ্রাপ্ত সুপার হাসিবুল রহমান আলমের কাছে পড়ুয়ারা দাবি জানাতে যায়। তারপরেই নাকি সুপার ক্যাম্পাসে বহিরাগতদের ডেকে এনে তাণ্ডব চালান।
আরও পড়ুন- একদিনে ১০০৯ করোনা সংক্রমণ! দিল্লিতে মিলল কোভিডের নতুন ৮ টি ভ্যারিয়েন্ট!
পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এরই মধ্যে বহিরাগতরা লাঠি, রড হাতে ঢুকে তাঁদের মারধর করে। এমনকি হোস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুরও চালায়। যদিও এ বিষয়ে আল আমিন মিশনের সুপারকে ফোন করা হলেও উত্তর মেলেনি।
আবাসিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। এই ঘটনায় আকাডেমির সুপার হাসিবুল রহমান আলম সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে তোলা হবে।
Sharadindu Ghosh