মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল৷ সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা উত্তম বারিকের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিল৷ তাঁর দাবি, উত্তম বারিকের অনুগামীরাই তাঁকে হেয় করতে চোর, চোর স্লোগান দিয়েছে৷
আরও পড়ুন: ভেঙেই ফেলা হচ্ছে বাঘাযতীনের হেলে পড়া বহুতল! প্রোমোটারের ভুলে পথে বসল ৮টি পরিবার
advertisement
এ দিনের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল৷ গোটা বিষয়টি তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েছেন বলেও খবর৷ এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বলে অখিল গিরির সঙ্গে সহমত পোষণ করেছেন তাঁর ছেলে এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও৷
ক্ষুব্ধ অখিল বলেন, “জেলা পরিষদের তৃনমুল সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল জেলা সভাপতি পীযুষ পণ্ডার উস্কানিতেই অমানুষের মতো কাজ করা হয়েছে। দলবিরোধী কাজ করা হচ্ছে।”