TRENDING:

Akhil Giri: কাঁথির রাস্তায় 'চোর', 'চোর' স্লোগান! দলের নেতারই কারসাজি, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী অখিল

Last Updated:

মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: প্রকাশ্য রাস্তায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর স্লোগান! কাঁথিতে প্রকাশ্য রাস্তায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা অখিল গিরিকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়াকে ঘিরে জোর শোরগোল। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোদ অখিল গিরির প্রতিক্রিয়াতেই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷ বিজেপি বা বিরোধী কোনও দল নয়, এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী৷
অখিলকে চোর, চোর স্লোগান৷
অখিলকে চোর, চোর স্লোগান৷
advertisement

মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল৷ সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা উত্তম বারিকের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিল৷ তাঁর দাবি, উত্তম বারিকের অনুগামীরাই তাঁকে হেয় করতে চোর, চোর স্লোগান দিয়েছে৷

আরও পড়ুন: ভেঙেই ফেলা হচ্ছে বাঘাযতীনের হেলে পড়া বহুতল! প্রোমোটারের ভুলে পথে বসল ৮টি পরিবার

advertisement

এ দিনের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল৷ গোটা বিষয়টি তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েছেন বলেও খবর৷ এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বলে অখিল গিরির সঙ্গে সহমত পোষণ করেছেন তাঁর ছেলে এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও৷

ক্ষুব্ধ অখিল বলেন, “জেলা পরিষদের তৃনমুল সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল জেলা সভাপতি পীযুষ পণ্ডার উস্কানিতেই অমানুষের মতো কাজ করা হয়েছে। দলবিরোধী কাজ করা হচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Akhil Giri: কাঁথির রাস্তায় 'চোর', 'চোর' স্লোগান! দলের নেতারই কারসাজি, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী অখিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল