TRENDING:

Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে জানালেন কারণও

Last Updated:

Abhishek Banerjee: দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন অভিষেক। এ বার কিছু দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তৃণমূলের সেনাপতি। দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন অভিষেক। এ বার কিছু দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি।
বিরতি নিচ্ছেন অভিষেক
বিরতি নিচ্ছেন অভিষেক
advertisement

সমাজমাধ্যেমে এই বিরতির কারণও জানিয়েছেন তিনি। চিকিৎসার কারণে কয়েক দিনের জন্য রাজনীতি থেকে ছুটি নেবেন অভিষেক। তবে এই বিরতিতে তিনি কী করবেন তা-ও জানিয়েছেন। অভিষেক জানান, ছুটিতে সাধারণ মানুষের চাহিদার কথা ভাল ভাবে বোঝার চেষ্টা করবেন তিনি।

বুধবার এক্স হ্যান্ডেলে লোকসভা নির্বাচনে সাফল্যের কথা উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তিনি লেখেন, ‘‘চিকিৎসার কারণে আমি ছোট বিরতি নেব। এই সময়টায় সাধারণ মানুষের চাহিদার কথা বোঝার একটা দারুণ সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, মানুষ যাতে ন্যায়বিচার পায় তার জন্য সর্বোতভাবে চেষ্টা করবে রাজ্য সরকার।’’

advertisement

আরও পড়ুন: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?

এদিন অভিষেক লিখেছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষ তাকে জানিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। একই সাথে সাধারণ মানুষ তাকে তাদের ১০০ দিনের কাজের অসুবিধার কথা বলেছিল। প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে আন্দোলন তীব্র করে তৃণমূল কংগ্রেস। শুধু এই রাজ্যে নয়, দিল্লির দরবার অবধি সেই আন্দোলন গিয়েছিল। সাধারণ মানুষের টাকা আটকে রাখার জবাব মানুষ এই লোকসভা ভোটে দিয়েছে বলে উল্লেখ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আবাস নিয়েও তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা রক্ষা করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তৃণমূল দুর্দান্ত ফল করেছে রাজ্যে। ৪২টা আসনে লড়াই করে ২৯টা আসন জিতেছে তৃণমূল। শুধু তাই নয় আসন সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃণমূলের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে জানালেন কারণও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল