আরও পড়ুন: বিদেশের ১৪০ প্রজাতির আম ফলাচ্ছেন এই ব্যক্তি, দেখুন
ঝাড়গ্রাম জেলার সাপধরা গ্রাম পঞ্চায়েতের সত্যারডিহি গ্রামে গেলেই চোখে পড়বে সিংহভাগ বাড়িতেই চলছে বাঁশ দিয়ে ঝুড়ি তৈরির কাজ। তারা জানিয়েছেন, ঝাড়গ্রাম শহরের একটি পুজো মণ্ডপ এবার ঝুড়ি দিয়ে সাজিয়ে তুলতে চলেছে তাদের মন্ডপ। সেই ঝুড়ি তৈরির অর্ডার দেওয়া হয়েছে সত্যারডিহি গ্রামের একাধিক ঝুড়ি শিল্পীকে। বাঁশ কিনে এনে সেই বাঁশ কেটে প্রথমে তৈরি করা হয় পাতলা পাতলা বাঁশের পাতি। তারপর সে দিয়েই নিজেদের হাতের জাদুতে তৈরি করা হচ্ছে বাঁশের ঝুড়ি। তারা জানিয়েছেন, একটি বাঁশ ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসার পর তা দিয়ে তৈরি করা হয় ঝুড়ি। এক এক জন শিল্পী ৫০ টা করে ঝুড়ি তৈরি করার বরাত পেয়েছেন।
advertisement
বাঁশ দিয়ে ঝুড়ি তৈরির এক শিল্পী অষ্টমী মির্ধা বলেন, আমরা সারা বছরই বাঁশ দিয়ে ঝুড়ি,কুলো তৈরি করে থাকি। গ্রামে ও ঝাড়গ্রাম বাজারে ভালই বিক্রি হয় এই বাঁশের ঝুড়ি ও কুলোর। মাঝে মধ্যে মহাজন এসে বাড়ি থেকেও কিনে নিয়ে যায়। কিন্তু পুজোর সময় আমরা বাঁশের কাজের ভালো অর্ডার পাই। কারণ মন্ডপ সাজানোর জন্য অনেক পুজা মণ্ডপ বাঁশের ঝুড়ি, কুলো দিয়ে মন্ডপ সাজাতে চায়। এই বছরও ভালো অর্ডার পেয়েছি। দিন রাত এক করে কাজ করা হচ্ছে।
দুর্গা পুজোকে কেন্দ্র করে সকলেই যেমন আনন্দে মেতে উঠে ঠিক সেই রকম বহু পেশার মানুষ কাজেরও সুযোগ পায়। ফলে তাদের পরিবারেও দেখা যায় উৎসবের আলো।
বুদ্ধদেব বেরা