এবার প্রাথমিক স্তরের শিশুদের সঙ্গে এআই টেকনোলজির পরিচয় ঘটানোর জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা গেল এক অভিনব উদ্যোগ। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ঝাড়গ্রাম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এই বছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার থিম রাখা হয়েছে শিক্ষার প্রসারে কৃত্রিম মেধা। মাঠের মধ্যে এআই টেকনোলজি থিম-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রোবট থেকে শুরু করে মানুষ এআই টেকনোলজিকে ব্যবহার করে তার জীবনযাত্রাকে কত সহজ ও সরল করে তুলেছে। এখন থেকেই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে এআই টেকনোলজির ধারণা তৈরি করার জন্য এই ভাবনা বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: স্বপ্নের গ্রাম, একবার ঢুঁ না মারলে বড় মিস, ঝাড়গ্রাম বেড়াতে গেলে যাবেন নিশ্চিয়ই
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। ঝাড়গ্রাম শহরের কেকেআই স্কুলের প্রাঙ্গণে দু’দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮টি চক্রের মোট ৫৩২ জন প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। দৌড়, যোগাসন, জিমনাস্টিক, হাই জাম্প, লং জাম্প সহ মোট ৩৪ টি খেলার রয়েছে পড়ুয়াদের জন্য।
ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, “বর্তমান দিনে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত কিছু দ্রুত ও সহজভাবে করা সম্ভব হচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে ইআই টেকনোলজি ব্যবহৃত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে এআই টেকনোলজির পরিচয় ঘটানোর জন্য এই বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এআই টেকনোলজি উপর নির্ভর করে নাম দেওয়া হয়েছে শিক্ষার প্রসারে কৃত্রিম মেধা”। আগামী ভবিষ্যতে এআই টেকনোলজি কতটা মানুষের জীবনে গুরুত্ব রাখতে পারে সেই বিষয়কে সামনে রেখেই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে তুলে ধরল প্রাথমিক শিক্ষা সংসদ।
বুদ্ধদেব বেরা