আবাস নিয়ে বিক্ষোভ দেখাতে এসে সেই প্রসঙ্গই তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের মেমারিতে ডেপুটেশন দিতে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় দলের সদস্যেরা বিজেপির লোক নন।"
বিজেপি নেত্রীর কথায়, এই দল নিরপেক্ষভাবে আবাস সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে। তিনি বলেন, "আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের বড় বাড়ি রয়েছে, তারাও আবাস যোজনা টাকা পেয়ে যাচ্ছে। বিষয়টি কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখছে। তাই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে।"
advertisement
আরও পড়ুন: সাসপেন্ড হতে পারেন আইনজীবীরা, বিচারপতি রাজশেখর মান্থা বিতর্কে তুঙ্গে বিতর্ক
আবাস ছাড়াও এদিন নানা বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিজেপি নেত্রীকে। সম্প্রতি রাজ্যের জমি নীতিতে বদল আনার প্রস্তাব পাশ করেছে রাজ্য মন্ত্রিসভা। এ নিয়ে নতুন সংশোধনী বিলও আনা হবে আগামী অধিবেশন। শুক্রবার এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। ইস্কোর জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে। কাগজ বের করে নিয়ে সে সব জমির ৩০-৪০ হাজার টাকা বিক্রি করে দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: রাতের গার্লস হস্টেলের বাথরুমে উঁকি মারছে কে? মারাত্মক ঘটনা কল্যাণীতে! ভোর হতেই বাইরে ছাত্রীরা
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার। এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় তুঙ্গে শোরগোল। এ নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা বলেন,"মুখ্যমন্ত্রী সংবিধান দিবস পালন করছেন, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘেরাও করা হচ্ছে। বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার পড়ছে। এ কোথায় রয়েছি আমরা! এখানে গণতন্ত্রকে পিষে দেওয়া হচ্ছে। সংবিধানকে শেষ করে দেওয়া হচ্ছে।"