TRENDING:

দিলীপ ঘোষের সফর ঘিরে রণক্ষেত্র সোদপুর, পরিস্থিতি সামলাতে নামে র‍্যাফ

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাণ্ডব চালায়। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতির পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই গোলমাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোদপুর: দিলীপ ঘোষের সফর ঘিরে রণক্ষেত্র সোদপুর। ঘোলায় বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। সেখানেই যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। দিলীপ ঘোষ যাওয়ার আগেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। কালো পতাকা হাতে গো ব্যাক দিলীপ ঘোষ স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা।
advertisement

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরপর কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে নামে র‍্যাফ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাণ্ডব চালায়। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতির পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই গোলমাল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বিক্ষোভের জেরে কর্মসূচি বাতিল দিলীপের।

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিলীপ ঘোষের সফর ঘিরে রণক্ষেত্র সোদপুর, পরিস্থিতি সামলাতে নামে র‍্যাফ