ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী-সহ ডিসিপি ব্যারাকপুর সেন্ট্রাল জোনের আধিকারিক। ইতিমধ্যেই, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে যারা এই ভাঙচুর চালায়, তাদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজনকে আটকও করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের খোঁজ চালানো হচ্ছে।
পেট্রোল পাম্প সূত্রে জানা যায়, পাম্পের মেশিনে কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছিল, সেই কারণে পাম্পে আসা কিছু যুবক উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। গোটা ঘটনার তদন্তে নব বারাকপুর থানার পুলিশ। সাঝিরহাটে পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনায় আটক হওয়া যুবকের দাবি, সে নির্দোষ। উল্টে তাকেই মারধর করা হয়েছে। অন্যদিকে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, '' ১৪ বছরে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। যদি কেউ তেল কম পেয়ে থাকে, তা হলে থানায় অভিযোগ জানাতে পারতো। এইভাবে ভাঙচুর চালানো ঠিক হয়নি।''
advertisement
রুদ্র নারায়ণ রায়






