TRENDING:

'তেল চুরি'-র অভিযোগে উত্তর ২৪ পরগনার পেট্রোল পাম্পে তুলকালাম কাণ্ড

Last Updated:

পেট্রোল পাম্পে চলছে তেল চুরি, দেওয়া হচ্ছে না সঠিক পরিমাণে জ্বালানী, এই অভিযোগে উত্তর ২৪ পরগনার  সাঝিরহাট-এর একটি পাম্পে ভাঙচুর চালাল কয়েকজন যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: পেট্রোল পাম্পে চলছে তেল চুরি, দেওয়া হচ্ছে না সঠিক পরিমাণে জ্বালানী, এই অভিযোগে উত্তর ২৪ পরগনার  সাঝিরহাট-এর একটি পাম্পে ভাঙচুর চালাল কয়েকজন যুবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্বয়ং ডিসিপি ব্যারাকপুর। পেট্রোল নিতে আসা কিছু যুবকের দাবি, ওই পেট্রোল পাম্প-এ কম তেল দেওয়া হচ্ছে। অভিযোগ জানানোর পরই কথা কাটাকাটি এবং পরবর্তী সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাম্পের কর্মী ও যুবকেরা। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তেল চুরির অভিযোগ পাম্পের বিরুদ্ধে
তেল চুরির অভিযোগ পাম্পের বিরুদ্ধে
advertisement

ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী-সহ ডিসিপি ব্যারাকপুর সেন্ট্রাল জোনের আধিকারিক। ইতিমধ্যেই, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে যারা এই ভাঙচুর চালায়, তাদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজনকে আটকও করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের খোঁজ চালানো হচ্ছে।

পেট্রোল পাম্প সূত্রে জানা যায়, পাম্পের মেশিনে কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছিল,  সেই কারণে পাম্পে আসা কিছু যুবক উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। গোটা ঘটনার তদন্তে নব বারাকপুর থানার পুলিশ। সাঝিরহাটে পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনায় আটক হওয়া যুবকের দাবি, সে নির্দোষ। উল্টে তাকেই মারধর করা হয়েছে। অন্যদিকে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, '' ১৪ বছরে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। যদি কেউ তেল কম পেয়ে থাকে, তা হলে থানায় অভিযোগ জানাতে পারতো। এইভাবে ভাঙচুর চালানো ঠিক হয়নি।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'তেল চুরি'-র অভিযোগে উত্তর ২৪ পরগনার পেট্রোল পাম্পে তুলকালাম কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল