সূত্রের খবর, সেখানকার বাসিন্দা পেশায় কাস্টমস অফিসার সুমন দেবনাথ গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সিকিমের গোয়েচালা ট্রেকিংয়ের উদ্দেশে। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। বহু বছর ধরে বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং এর অভিজ্ঞতা থাকলেও এবারই যে এমন কাণ্ড ঘটবে তা যেন কেউ ভাবতেই পারেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেই পরিবারের সঙ্গে শেষবার কথা হয় সুমন দেবনাথের। কিন্তু এদিন সকালেই সিকিম পুলিশের তরফে আগরপাড়ার বাড়িতে ফোন করে জানানো হয় তার মৃত্যুসংবাদ। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। হঠাৎ এই দুঃসংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছেন স্ত্রী, বৃদ্ধ বাবা-মা এবং সাড়ে তিন বছরের সন্তান। একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার।
advertisement
প্রতিবেশীরা জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে নিয়মিত ট্রেকিং করতেন সুমন দেবনাথ। এবারের গন্তব্য ছিল সিকিমের গোয়েচালা এলাকা। কিন্তু আর বাড়ি ফেরা হল না তার। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই সিকিমের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
